Gold Price Today: সোনার দাম হু হু করে বেড়ে চলেছে। ৭০ হাজার টাকা প্রতি ভরি দাম যেন ছুঁয়েই ফেলবে। সপ্তাহের শুরু থেকেই দামের ব্রৃদ্ধি দেখা গিয়েছে সোনার দামে। এবার আরও বাড়ল দাম। ৭০ হাজারের খুব কাছে সোনার দাম। এবার কি সাধ্যের বাইরেই চলে গেল সোনা ? আজ কত চলছে দাম, দেখে নিন রেটচার্টে। 

দোকানে যাওয়ার আগে দেখুন

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের দামে কত বদল

আজ ৪ এপ্রিল বুধবার দামে স্বস্তি নেই গ্রাহকদের। হু হু করে বাড়ছে সোনার দাম। খুব তাড়াতাড়ি ৭০ হাজার টাকার সীমা ছুঁয়ে ফেলবে সোনা। বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে অনেকটা বেড়েছে। গ্রাম প্রতি ৭৪ টাকা বেড়ে হয়েছে ৬৯৬৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৩৪ টাকা বেড়ে হয়েছে ৬৭৩০ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৩৪০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৫৪৬ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৭৯,৩৪০ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (৪ এপ্রিল, ২০২৪) :

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৯৬৭
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৭৩০
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৩৪০
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৫৪৬

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭৯,৩৪০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Oil Price: অপরিশোধিত তেলের উপর কর বাড়াল কেন্দ্র, পেট্রোলের ডিজেলের দাম কি বাড়বে ?