Crude Oil Price: দেশের মধ্যেই যে অপরিশোধিত তেল (Oil Price) তৈরি হয় ভারতে, তাঁর উপর উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র সরকার। গতকাল বুধবার বিকেলে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার এই কর (Windfall Tax) বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছেন।


কী এই উইন্ডফল ট্যাক্স


মূলত বাড়তি আবগারি শুল্ক হিসেবে দেশের সরকার অপরিশোধিত পেট্রোলিয়ামের উপর এই উইন্ডফল ট্যাক্স আরোপ করে থাকে। যখন কোনও জ্বালানি সংস্থা অতিরিক্ত মুনাফা করে, তখন কেন্দ্র সরকার তাঁর মুনাফার উপর এই উইন্ডফল ট্যাক্স (Windfall Tax) আরোপ করে। বিশ্ববাজারে কেমন চলছে অপরিশোধিত তেলের দাম তাঁর উপর নির্ভর করে এই উইন্ডফল ট্যাক্স।


কত হল নতুন উইন্ডফল ট্যাক্স


কেন্দ্র সরকার ফের অপরিশোধিত তেলের (Oil Price) উপর উইন্ডফল ট্যাক্স বৃদ্ধি করল। এর আগে পর্যন্ত প্রতি টন অপরিশোধিত তেলের উপর ৪৯০০ টাকা হারে উইন্ডফল ট্যাক্স ধার্য ছিল। এবারে সেই কর বেড়ে এখন প্রতি টনে হয়েছে ৬৮০০ টাকা। আজ ৪ এপ্রিল থেকেই এই নতুন কর আরোপ কার্যকর হবে বলে জানা গিয়েছে। এই কর শুধুমাত্র দেশের মধ্যে উৎপাদিত অপরিশোধিত তেলের উপরই ধার্য হয়।


রফতানি শুল্ক শূন্য


দেশের সমস্ত তেল পরিশোধনকারী সংস্থার উপর পেট্রোল, ডিজেল ও এটিএফ রফতানির জন্য কোনও শুল্ক (Windfall Tax) ধার্য করে না কেন্দ্র সরকার। এটাই এতদিন ধরে চলে আসছিল। এবারেও উইন্ডফল ট্যাক্স বাড়লেও রফতানি শুল্ক শূন্যই রেখেছে সরকার।


আগের মাসেও বেড়েছিল উইন্ডফল ট্যাক্স


এই বছরের শুরু থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল উইন্ডফল ট্যাক্স (Windfall Tax)। এর আগে মার্চ মাসেও কেন্দ্র সরকার অপরিশোধিত তেলের উপর বাড়িয়েছিল এই কর। ১৫ মার্চ কেন্দ্র সরকার এই উইন্ডফল ট্যাক্স বাড়িয়ে করেছিল প্রতি টনে ৪৯০০ টাকা। তাঁর আগে এই কর পরিমাণ ছিল প্রতি টনে ৪৬০০ টাকা।


কীভাবে ধার্য হয় এই উইন্ডফল ট্যাক্স


২০২২ সালে প্রথম কেন্দ্র সরকার উইন্ডফল ট্যাক্স (Oil Price) আরোপ করা শুরু করে। একইসঙ্গে অপরিশোধিত তেলের উপর রফতানি শুল্কও চাপানো হয়। এর আগে বহু বেসরকারি তেল শোধনকারী সংস্থা দেশের বাজারে বিক্রি না করে চড়া দামে বিদেশের বাজারে পেট্রোল, ডিজেল ও এটিএফ বিক্রি করে মুনাফা করছিল আর সেই অতিরিক্ত মুনাফার উপরই কর আরোপ করে কেন্দ্র সরকার।


আরও পড়ুন: Petrol Price: ৩ রাজ্যে সস্তা হল পেট্রোল ডিজেল, কলকাতা সহ অন্যান্য জেলায় কত চলছে জ্বালানি তেলের দাম ?