Tips For Soft Hand After Dishwashing: সাধারণ ডিশ ওয়াশিং বারে থ্যালেট, এসএলএস ও পেট্রোকেমিকেলের মতো উপাদান থাকে। এই উপাদানগুলির জেরে ত্বকের ক্ষতি হয়। দীর্ঘ সময় ধরে বাসন মাজলে হাতের ত্বক রুক্ষ ও শক্ত হয়ে যায়। এই অবস্থায় হাতের ত্বক ভাল রাখতে কিছু সহজ টিপস মেনে চলতে পারেন। 


বাসন মেজেও হাত কোমল ও ভাল রাখার উপায়



  • রাবার গ্লাভস -  বাসন মাজার সময় হাতের মধ্যে রাবার গ্লাভস পরে নিন। এতে সরাসরি সাবানের সংস্পর্শে আসবে না হাত। ফলে হাতের ত্বক রুক্ষ শুষ্ক হওয়ার ভয়ও থাকবে না।

  • ঠাণ্ডা জলে ধোওয়ার কাজ - বাসন ধোওয়ার সময় সবসময় ঠাণ্ডা জল ব্যবহার করুন। অনেকে গরম জল ব্যবহার করেন। এতে ত্বক আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

  • প্রাকৃতিক সাবান - বাসন মাজার সাবানে প্রচুর ফেনা হয়। এর বড় কারণ ফেনার মধ্যে থাকা এসএলএস উপাদানটি। এছাড়াও, আরও রাসায়নিক তো থাকেই। তাই প্রাকৃতিক তেল দিয়ে তৈরি সাবান ব্যবহার করা ভাল। যা হাতের ক্ষতি করে না।

  • ত্বকের ময়শ্চারাইজার - বাসন মাজার সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়। তার জন্যই ত্বক শক্ত, রুক্ষ হয়। বাসন মাজা হয়ে গেলে হাতের মধ্যে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এতে হাতের ত্বক শক্ত হয়ে যাবে না। কোমল থাকবে।

  • অ্যালোভেরা জেল -  ত্বক আর্দ্র রাখার জন্য অ্যালোভেরা লাগিয়ে নিতে পারেন। অ্যালোর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই ও বি১২। এই উপাদানগুলি ত্বককে সহজে নষ্ট হতে দেয় না। এছাড়া অ্যালোর মধ্যে ফ্য়াটি অ্যাসিডও বর্তমান। যা ত্বককে যত্নে রাখে।

  • নারকেল তেল - অ্যালোভেরা জেলের মতোই সমান উপকারী নারকেল তেল। নারকেল তেলের মধ্যে প্রচুর ফ্যাট কনটেন্ট থাকে। পাশাপাশি এর লিনোলেয়িক অ্যাসিড ও ওলেয়িক অ্যাসিড ত্বককে আর্দ্র রাখে।

  • প্রাকৃতিক তেল -  শুধু বাসন মাজার জন্য নয়। ত্বকের জন্যও প্রাকৃতিক তেল বেছে নিতে পারেন। জোজোবা অয়েল, আর্গান অয়েলের পুষ্টিগুণ হাতের ত্বককে আর্দ্র ও কোমল রাখে। ত্বককে সহজে রুক্ষ হতে দেয় না। পাশাপাশি ত্বক শক্তও হয়ে যায় না।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Unhealthy Homemade Food: বাড়ির খাবারও হতে পারে রোগের কারণ, নিরাপদ থাকতে কী করবেন?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।