Investment: চাকরিজীবীদের জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদ বাড়াল সরকার।  সোমবার ২০২২-২৩ অর্থবর্ষের জন্য নতুন সুদের হারে অনুমোদন দিয়েছে কেন্দ্র। সেই অনুযায়ী এবার থেকে সব ফাইল অফিসকে কর্মীদের ৮.১৫ শতাংশ হারে সুদ (Interest Rate) জমা দিতে হবে। 


Provident Fund: নোটিসে কী বলেছে সরকার
আজই এই নোটিস পাঠানো হয়েছে EPFO-র সব অফিসকে। এই বিষয়ে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বলেছে, '' কর্মচারী ভবিষ্যৎ তহবিল প্রকল্পে ১৯৬২ এর অনুচ্ছেদ ৬০(১) অনুযায়ী ২০২২-২৩ সালের জন্য EPF স্কিমের প্রতিটি সদস্যের অ্যাকাউন্টে ৮.১৫% সুদ দেওয়া হবে। এই বিষয়ে EPFO-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।”


Small Savings: চলতি বছরের শুরুতে প্রভিডেন্ট ফান্ডের সুদ বৃদ্ধির বিষয়ে বৈঠকে বসে  ইপিএফও ট্রাস্টিরা।  পরে সংগঠনের সুদ বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ মন্ত্রক। আজকের এই বিজ্ঞপ্তির পরে, EPFO ফিল্ড অফিসগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা করার প্রক্রিয়া শুরু করবে।


EPF Interest Rate: অতীতে কত ছিল সুদের হার ?
২০২২ সালের মার্চে EPFO সুদের হার কমিয়ে দেওয়া হয়। ২০২১-২২ আর্থিক বছরের জন্য EPF আমানতের সুদের হার কমিয়ে ৮.১০ শতাংশ করে। যা চার দশকের মধ্যে সর্বনিম্ন হার। ২০২০-২১-এ এই সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে। পরিসংখ্যান বলছে, ১৯৭৭-৭৮ সাল থেকে এটি সর্বনিম্ন সুদের হার, সেই সময় EPF-এ সুদের হার ছিল ৮ শতাংশ।


ইপিএফ স্কিম বেতনভুক কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে।  এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এই তহবিল পরিচালানা করে।  অবসরকালীন সুবিধা ছাড়াও কর্মচারীদের অবসর গ্রহণের পরে আর্থিক নিরাপত্তা দেয় এই প্রভিডেন্ট ফান্ডের টাকা।


EPFO: ফান্ডে কার কত অবদান ? 


এই তহবিলে প্রতি মাসে একজন কর্মচারী তাদের উপার্জনের ১২ শতাংশ জমা দেন। কর্মীদের পাশাপাশি মালিকপক্ষও ১২ শতাংশ অবদান জমা করেন। তার মধ্যে নিয়োগকর্তার পক্ষ থেকে ৩.৬৭ শতাংশ EPF অ্যাকাউন্টে জমা করা হয়। বাকি ৮.৩৩ শতাংশ যায় কর্মচারী পেনশন স্কিম (EPS) -এ।


ভারত সরকার পর্যায়ক্রমে পোস্ট অফিস ডিপোজিট স্কিমের (Post Office Savings Scheme) জন্য সুদের হার (Interest Rates) নির্ধারণ করে।  ইন্ডিয়া পোস্টের (India Post) দেওয়া এই বিনিয়োগ পরিকল্পনাগুলি নিশ্চিত রিটার্নের পাশাপাশি ঝুঁকিমুক্ত। পোস্ট অফিস এফডি-তে সুদের হার 6.80 শতাংশ থেকে পরিবর্তিত হয়েছে৷ এখন তা 7.50 pa. থেকে বিনিয়োগকারীদের ধারাবাহিক বৃদ্ধি দিচ্ছে। ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের অধীনে ইন্ডিয়া পোস্টের দেওয়া এই স্কিমগুলি পরিচালনা করে।


আরও পড়ুন NPS: ১০০ টাকা জমিয়ে প্রতি মাসে ৫৭ হাজার টাকা পেনশন, এই সরকারি স্কিমে দারুণ রিটার্ন