Job In Banks: বাজেটে আগেই ইন্টার্নশিপের মাধ্যমে যুবকদের স্টাইপেন্ডের কথা বলেছিল মোদি সরকার (Modi Govt)। খোদ বাজেট (Budget 2024) ভাষণে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এবার বাস্তবেও দেখা যেতে পারে সেই ছবি। শীঘ্রই শুরু হতে যাচ্ছে ব্যাঙ্কে ইন্টার্নশিপ (Bank Jobs)।


কারা পাবে এই সুবিধা
ব্যাঙ্কগুলিতে এই কাজের জন্য 25 বছরের কম বয়সী স্নাতকদের শিক্ষানবিশ হিসাবে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এই পদক্ষেপটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি বাজেট ঘোষণার অনুসরণ করে করা হবে। এর মাধ্যমে সরকার আগামী পাঁচ বছরে 1 কোটি যুবকদের জন্য শীর্ষ-500 কোম্পানিতে ইন্টার্নশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিচ্ছে। এক মাসের মধ্যে প্রকল্পটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।


কতা টাকা পাবে ইনটার্নরা
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই ধরনের প্রার্থীদের প্রতি মাসে 5,000 টাকা স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে কর্মকালের সময় বিশেষভাবে দক্ষ করা হবে নিযুক্তদের ।


কী যোগ্যতা লাগবে
মেহতা জানিয়েছেন এই ধরনের ইনটার্নশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 21-25 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই তাদের স্নাতক হতে হবে। তবে কেউ আইআইটি বা আইআইএম-এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী হলে তাদের এখানে নেওয়া হবে না। 12 মাস পর্যন্ত নিয়োগে রাখা যেতে পারে এই ইনটার্নদের। 


এই ইনটার্নদের ভবিষ্যৎ
এই জাতীয় প্রার্থীরা ব্যাঙ্কে তাদের ইনটার্নশিপের পরে কিছু কর্মচারী হিসাবে নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারি সাহায্য় থাকছে। 


Indian Navy Recruitment: ভারতীয় নৌসেনাবাহিনীতে (Indian Navy) নাবিক (Sailor) পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Registration) করতে পারবেন। ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৭ সেপ্টেম্বর এবং আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। এই নিয়োগের মাধ্যমে ভারতীয় নৌসেনাবাহিনীতে মেডিক্যাল ব্রাঞ্চে নাবিক পদে (SSR Med Asst, নভেম্বর ২০২৪ ব্যাচ) - নিযুক্ত করা হবে। 


আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 


ভারতীয় নৌবাহিনীর এই পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের অতি অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা থাকতে হবে পড়াশোনার বিষয় হিসেবে। ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনুমোদিত বোর্ড অফ স্কুল এডুকেশন থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। ৫০ শতাংশ নম্বর পেতে হবে মোট হিসেবে। আর ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে প্রতিটি বিষয়ে। এছাড়াও আবেদনকারীদের জন্ম ১ নভেম্বর, ২০০৩ সাল থেকে ৩০ এপ্রিল, ২০০৭ সালের মধ্যে হতে হবে। 


SIP মানেই কেবল লাভ নয়, হতে পারে ক্ষতি ?