কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলকারীদের হুমকি আরও এক শাসক নেতার। মন্ত্রী-সাংসদ-বিধায়কদের পর এবার মালদা তৃণমূলের সহ সভাপতির হুমকি। আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দুলাল সরকারের। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক লাভলি মৈত্র থেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, প্রতিবাদীদের হুমকি দিয়েছেন একের পর এক তৃণমূল নেতা। 


ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ও সহ সভাপতি দুলাল সরকার। গতকাল ইংরেজবাজারে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের দুই দাপুটে নেতা। 


৪ সেপ্টেম্বরের রাত দখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়। তারপরই হুঙ্কার মালদা তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারের। বলতে শোনা যায়, 'যারা রাতের আন্দোলনের নামে, ছাত্র যুবকদের আন্দোলনের নামে পিছনে থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে, পতাকা খুলে ফেলছে, আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ আছে। তাঁদের প্রত্যেককে রাস্তায় টাঙিয়ে ফেলে দিতে পারতাম। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওখানে আমাদের ছোট ছোট ভাই বোনেরা চিকিৎসা করছে না, তাই সে কাজ আমরা করছি না।' 


আরও পড়ুন, 'চাই জনগণের মতামত', এবার পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা


কিছু মাতাল, যারা মাতলামো করছে সিপিএমের ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীদের একাংশকে এবার এভাষাতেই আক্রমণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। উনি কী খেয়ে এই কথা বলেছেন, সেটা আগে দেখা দরকার। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি। জবাব দিয়েছে সিপিএমও। রাজ্যের  ক্ষুদ্র ও কুটিরশিল্প ও কারামন্ত্রী বলেন, 'কিছু মাতাল, যারা মাতলামো করছে সিপিএমের ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না।' 


তিনি এও বলেন, 'এইভাবে আন্দোলনের নাম করে গুন্ডামি, এই ধরনের আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে দেয়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। তাই সবাইকে সঙ্ঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে। এখন বাংলার সামনে আবার নতুন করে বিপদ আনার চেষ্টা করছে সিপিএম-বিজেপি মিলে।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে