নয়াদিল্লি: হোন্ডা সিটি সেডানের অসাধারণ সাফল্যের পর এবার এই গাড়ির হ্যাচব্যাক(Honda City Hatchback) আনতে চলেছে হোন্ডা। শীঘ্রই মালয়েশিয়ায় লঞ্চ হতে চলেছে এই গাড়ি। সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে হোন্ডার জ্যাজ (Honda Jazz)। তবে ভারতের মার্কেটে গাড়ির আসার বিষয়ে কিছু খোলসা করেনি কোম্পানি।


ভারতে এখন হোন্ডা জ্যাজের বেস মডেলের দাম রাখা হয়েছে ৭.৬৫ লক্ষ টাকা (এক্স শোরুম)। অটো সাইটগুলির মতে, এখনই ভারতে হোন্ডা সিটি হ্যাচব্যাক আনার প্ল্যান নেই কোম্পানির। তবে ভবিষ্যতে সেই দিকে এগোতে পারে জাপানিজ কার মেকার।


কী ইঞ্জিন থাকবে গাড়িতে: ইতিমধ্যেই মালেশিয়ার বাজারে এই গাড়ি আনার ঘোষণা করেছে হোন্ডা। সেই ক্ষেত্রে গাড়িতে ১.০ লিটারের ম্যানুয়াল ৫ স্পিড ট্রান্সমিশন দেবে কোম্পানি। বাকি আরেকটি ভ্যারিয়েন্টে ১.০ লিটার DOHC VTEC টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সিভিটি অটোমেটিক গিয়ারবক্স দেবে কোম্পানি। সেই কারণে টপ মডেলে থাকছে পাঞ্চি ইঞ্জিন।


স্পেকস বলছে, হোন্ডা জ্যাজের থেকে সিটির হ্যাচব্যাক বেশি লম্বা ও চওড়া হবে। দৈর্ঘ্যে ৪৩৪৫ এমএম উচ্চতায় ১৪৮৮ এমএম হোন্ডা সিটি হ্যাচব্যাক।চওড়ায় ১৭৪৮ এমএম থাকায় স্বাভাবিকভাবেই পিছনের সিটে তিনজনের বসার ক্ষেত্রে সমস্যা হবে না এই গাড়িতে। 


গাড়ির একটা প্রিমিয়াম আরএস ভার্সনও আনবে কোম্পানি। ১.০ লিটার  ৩ সিলিন্ডার টার্বো ইঞ্জিনে চলবে। সিভিটি গিয়ারবক্স থাকবে এই মডেলে। গাড়ির ফিচার বলতে Intelligent Multi-Mode Drive (i-MMD) সিস্টেম থাকবে এই হ্যাচব্যাকে। সঙ্গে থাকছে Honda CONNECT টেকনোলজি। যা ড্রাইভারের সঙ্গে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়ির সঙ্গে সংযোগ রাখবে।


আরও পড়ুন : Maruti Suzuki Celerio: নতুন সেলেরিওতে বড় পরিবর্তন ! নভেম্বরে কী আনছে মারুতি ?


আরও পড়ুন : Royal Enfield Update: মিলানের অটো শোয়ে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক ! কী নাম দিয়েছে কোম্পানি ?


আরও পড়ুন : Diwali offers: দীপাবলি উপলক্ষে বড় ছাড়, জানুন কোন ব্যাঙ্ক দিচ্ছে কী অফার