(Source: ECI/ABP News/ABP Majha)
Financial Tips: ৫০ বছর বয়সে ৫ কোটির তহবিল! সম্ভব? মাসে ঠিক কত টাকা জমাতে হবে আপনাকে?
Savings for Early Retirement: আগেভাগে অবসর নিতে গেলে কতটা টাকা লাগবে আপনার? কত টাকা তহবিল তৈরি করতে হবে? কীভাবে তৈরি করতে পারেন এমন সম্পদ?
কলকাতা: সাম্প্রতিক কালে একটি শব্দবন্ধ প্রায়শই আলোচনায় আসছে 'Early retirement'. অনেকেই মনে করছেন চাকরিজীবন থেকে দ্রুত অবসর নেবেন। সারা বিশ্বেই চাকরি থেকে তাড়াতাড়ি অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু দ্রুত অবসর নিতে গেলে সঞ্চয় বেশি করতে হবে। অবসরের মান জীবনযাত্রার মান ঠিক বজায় রাখতে গেলে ঠিকমতো সঞ্চয় করা প্রয়োজন। যদি ৫০ বছর বয়সের মধ্যে ৫ কোটি টাকা কেউ জমাতে চান, তাহলে সেটা আদৌও সম্ভব? ৩টি কৌশল রয়েছে- সেভাবে টাকা জমালে ৫০ বছর বয়সে আপনার হাতে ৫ কোটি টাকা জমতেই পারে।
কৌশল ১:
ধরা যাক, বিনিয়োগকারীর বয়স ২৫ বছর। তিনি অবসর নিতে চাইছেন ৫০ বছর বয়সে। অর্থাৎ তাঁর হাতে এখনও ২৫ বছর সময় রয়েছে। সেক্ষেত্রে যদি ৫০ বছর বয়সে ৫ কোটি টাকার তহবিল তৈরি করতে হয়। তাহলে একজন বিনিয়োগকারীকে বার্ষিক ১,৯২,৫০০ টাকা অর্থাৎ ১.৯২ লক্ষ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ আপনাকে প্রতি মাসে ১৬,০৪২ টাকা মাসিক বিনিয়োগ করতে হবে। আপনি যদি এই লক্ষ্য অনুসরণ করেন, তাহলে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন অনুযায়ী এই সঞ্চয়ের জন্য একটি মান নির্ধারণ করুন। সাধারণত শেয়ার ইন্ডেক্স বছরে ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকে বলে ধরা হয়। তবে এটি এদিক-ওদিকও হতে পারে।
কৌশল ২:
যদি বিনিয়োগকারীর বয়স ৩০ বছর হয় তবে ৫০ অবসরের জন্য এখনও ২০ বছর বাকি আছে। ৫০ বছর বয়সে ৫ কোটি টাকা তহবিল করতে, প্রতি বছর ৪ লক্ষ টাকা সঞ্চয় করতে হবে। আমরা যদি প্রতি মাসে এটিকে ভাগ করে দিই, তাহলে মাসে ৩৩,৩৩৩ টাকা বিনিয়োগ করতে হবে। তার মানে একজন কর্মী যাঁর মাসিক ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন তাঁকে তাঁর মাসিক আয়ের ৩০ শতাংশ সঞ্চয় করতে হবে। যদি ৩০ বছর বয়স থেকে এই বিনিয়োগ বা সঞ্চয় শুরু করেন তাহলে ইতিমধ্যেই একটু দেরি হয়ে গিয়েছে, তাই সঞ্চয়ও বেশি হতে হবে।
কৌশল ৩:
৩৫ বছর বয়সের কোনও ব্যক্তি যদি ৫০ বছর বয়সে ৫ কোটি টাকা উপার্জন করতে চান তাহলে তাঁদের সঞ্চয় করার জন্য হাতে মাত্র ১৪ বছর বাকি আছে। লক্ষ্যমাত্রা 5 কোটি টাকা হলে প্রতি বছর আপনাকে ৮,৮৫,০০০ টাকা সঞ্চয় করতে হবে। প্রতি মাসে ৭৩,৭৫০ টাকা সঞ্চয় করতে হবে। এর উপর গড়ে ১০ শতাংশ রিটার্ন ধরে নিলে আপনি আপনার 5 কোটি টাকার লক্ষ্য অর্জন করতে পারেন।
গড় ১০ শতাংশ রিটার্নের মানদণ্ড কেন?
এই উদাহরণের জন্য, বর্তমান আর্থিক কাঠামো অনুসারে ১০ শতাংশের গড় রিটার্নকে একটি বেঞ্চমার্ক হিসাবে বিবেচনা করা যায়। বিভিন্ন বয়স অনুসারে রিটার্নের বিভিন্ন মানও দেওয়া হয়েছে কারণ আর্থিক ক্ষেত্রে প্রাপ্ত রিটার্নগুলি বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। রিটার্ন, কোথায় বিনিয়োগ হচ্ছে, কতটা ঝুঁকি নিতে হবে, কতদিন ধরে বিনিয়োগ হচ্ছে- সেটার উপর অনেককিছু নির্ভর করে।
আর্থিক বিশ্বে গড় প্রত্যাশিত রিটার্ন
৪০ বছর বয়স পর্যন্ত ১২ শতাংশ,
৪১-৪৫ বছর বয়স পর্যন্ত ৯ শতাংশ
৪৬-৫০ বছর বয়স পর্যন্ত ৭ শতাংশ
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় )
আরও পড়ুন: জঙ্গলে উদ্ধার মহিলার দেহ! বিষ্ণুপুরে পরিবারের অভিযোগে চাঞ্চল্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।