Hyundai Custo MPV In India: চিনের পর এবার ভারতে নতুন এমপিভি নিয়ে আসছে হুন্ডাই। গত বছরই চিনের বাজারে নামানো হয়েছিল এই গাড়ি। বড় কেবিন, উন্নত সুরক্ষা ও বিলাসবহুল গাড়ির সব গুণ রয়েছে নতুন এমপিভিতে। হুন্ডাইয়ের এই গাড়ির নাম কাস্টো। ভারতে মারুতির আরটিগা বা এক্সএল ৬ বা কিয়া ক্যারেন্সের সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির। 


Hyundai Custo MPV: ভারতে জনপ্রিয় সেভেন সিটার
ভারতের জনপ্রিয় 7 সিটারের গাড়ির মধ্যে মাহিন্দ্রা XUV700, MG Hector Plus, Toyota Innova Crysta Maruti Suzuki Ertiga এর মতো সব সাশ্রয়ী ও দামি গাড়ি রয়েছে। সেই প্রতিযোগিতার বাজারকে সামনে রেখেই কাস্টো আনতে চলেছে হুন্ডাই। জেনে নিন এই এমপিভি গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি।


Hyundai Custo MPV: দারুণ ডিজাইন পেয়েছে এই গাড়ি
4.95 মিটার লম্বা হুন্ডাই কাস্টো দেখতে পাবেন ভারতে। গাড়ির ভিতরের চেহারা সম্পর্কে কথা বললে এটি 10.4-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের পাশাপাশি চমৎকার ড্যাশবোর্ড, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল তাকবে গাড়িতে । এ ছাড়াও থাকবে ডিজিটাল কনসোল, একাধিক এয়ারব্যাগ, রেয়ার ভিউ ক্যামেরা, মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইলের মতো অনেক বৈশিষ্ট্য।


এতে ৬ এয়ারব্যাগের সুবিধাও পাবেন ক্রেতা। নতুন টুসোর আদলে এই গাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে। এতে আপনি প্যারামেট্রিক ফ্লেম থিমের উপর ভিত্তি করে আকর্ষণীয় ফ্রন্ট গ্রিল পাবেন। বাহ্যিক বৈশিষ্ট্যগুলিতে আপনি ডুয়াল টোন অ্যালয় হুইলস, এলইডি হেডলাইট এবং ডিআরএল, এলইডি টার্ন ইন্ডিকেটর, শক্তিশালী সামনের বাম্পার, সিঙ্গেল পিস টেইল্যাম্প ডিজাইন, পিছনের দরজা স্লাইডিং, শার্ক ফিন অ্যান্টেনা সহ আরও বৈশিষ্ট্য দেখতে পাবেন।


Hyundai Custo MPV: কী ইঞ্জিন থাকছে গাড়িতে ?
মিডিয়া রিপোর্ট অনুসারে, হুন্ডাই কাস্টোর ইঞ্জিন বলতে গাড়িতে 1.5 লিটার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন থাকতে পারে। এই গাড়ি 168bhp শক্তি উৎপন্ন করতে পারবে। সঙ্গে কোম্পানি একটি 2.0 লিটার টার্বো পেট্রল ইঞ্জিনের সংস্করণও দিতে গাড়িতে। যা 236bhp পর্যন্ত শক্তি ও 353Nm পর্যন্ত সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম। এমপিভি গাড়ি হুন্ডাই কাস্টোতে আপনি একটি 8-গতির ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় অপশনাল ট্রান্সমিশন দেখতে পাবেন। শোন যাচ্ছে, ভারতে 15 লক্ষ টাকা দাম হতে পারে এই গাড়ির।


আরও পড়ুন : Best Selling SUV: দেশের সেরা ছোট এসইউভির তকমা ! ১ লক্ষ বুকিং হয়েছে এই গাড়ির