নয়া দিল্লি: একসময় এমন ছিল যে বিমানে যাতায়াত করা ছিল বিলাসী ভাবনা। আকাশছোঁয়া দামের জন্যই মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল আকাশে যাত্রা। তবে ডোমেস্টিক বেশ কিছু উড়ান সংস্থা সে বিষয়টি মাথায় রেখেই কম দামে শুরু করে পরিষেবা। এরপরই ধীরে ধীরে বাড়তে শুরু করে বিমানে চড়ার জনপ্রিয়তা।                                                                                         


ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ট্রেনে টিকিট পাওয়াও দুষ্কর হয়ে পড়ে কোনও কোনও সময়। হাতে সময় রেখেই টিকিট কেটে থাকে সকলে। কিন্তু খুব দরকারে তৎকালেও টিকিট না পেলে সেক্ষেত্রে ভরসা বিমানই। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা দিয়েছে, ভারতে একদিনে ডোমেস্টিক এয়ারে যাত্রা করে থাকেন প্রায় ৪ লক্ষ ৭১ হাজার ৭৫১ জন যাত্রী।  


এই তথ্য রবিবারের রিপোর্ট থেকে প্রকাশিত। সেদিন প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডোমেস্টিক ফ্লাইটের  যাত্রী সংখ্যা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে ২১ এপ্রিল ৬ হাজার ১২৮টি বিমান যাতায়াত করেছে ভারতের অভ্যন্তরে, যাত্রী সংখ্যা ছিল সারাদিনে প্রায় ৪ লক্ষ ৭১ হাজার ৭৫১। 


এর আগে ২০২৩ সালের ২১ এপ্রিল দেশজুড়ে চলেছিল ৫ হাজার ৮৯৯টি উড়ান। সে দিন প্রায় ৪ লক্ষ ২৮ হাজার ৩৮৯ জন উড়ানে সওয়ার হয়েছিল। মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, প্রতিটি দিনই বাড়ছে যাত্রী সংখ্যা। নতুন নতুন রেকর্ডও তৈরি হচ্ছে।


আরও পড়ুন, অযোগ্যদের আড়ালে মরিয়া চেষ্টা, অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে এবার প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রিসভা


পোস্টে বলা হয়েছে, 'ভারতের ডোমেস্টিক অ্যাভিয়েশন প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। নীতি, অর্থনৈতিক উন্নয়ন, এবং কম খরচে উড়ান রাখার সকলে এখন বিমানে যাত্রা করতেই স্বচ্ছন্দ বোধ করছে। ফলে আগামী দিনে এই সেক্টরটি ঊর্ধ্বমুখী থাকবে এমনটাই আশা করা যায়।' 


ডিজিসিএ-এর তরফে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি-মার্চে বার্ষিক বৃদ্ধি হয়েছে ৪.৩৮ শতাংশ, মাসিক যাত্রী পরিবহন বৃদ্ধি পেয়েছে ৩.৬৮ শতাংশ। 
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে