Share Market Update: সোমেই পাওয়া গিয়েছিল পতনের ইঙ্গিত। শেষপর্যন্ত আশঙ্কাই সত্যি হল, মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে ফের পড়ল বাজার। স্টক বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহে সেভাবে বুলরা সক্রিয় নাও হতে পারে নিফটি, সেনসেক্সে। 


Stock Market Closing: আজ কেমন ছিল বাজার ?
চলতি সপ্তাহে টানা দ্বিতীয় ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজার পতনের সাথে বন্ধ হয়েছে। এফএমসিজি ও জ্বালানি স্টকগুলিতে মুনাফা বুকিংয়ের কারণে বাজার হ্রাস পেয়েছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 184 পয়েন্ট কমে 59,727 পয়েন্টে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 47 পয়েন্ট কমে 17,660 পয়েন্টে বন্ধ হয়েছে। তবে উভয় সূচকই নিম্ন স্তর থেকে অনেকটাই ওপরে উঠে আসতে সক্ষম হয়েছে। কারণ এক সময় সেনসেক্স 431 ও নিফটি 104 পয়েন্টে নেমেছিল।


Share Market: কোন সেক্টরের কী অবস্থা ?


আজকের লেনদেন শেষে আইটি, ফার্মা, মেটালস, হেলথ কেয়ার খাতের শেয়ারের দর বেড়েছে। এনার্জি, এফএমসিজি, কনজিউমার ডিউরেবল, তেল ও গ্যাসের মতো সেক্টরে পতন দেখা গেছে। তবে বাজারে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকে ভাল বৃদ্ধি হয়েছে। 30টি সেনসেক্স স্টকের মধ্যে 15টি লাভ ও 15টি লোকসানের মুখ দেখেছে। পাশাপাশি নিফটির 50টি স্টকের মধ্যে 22টি বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে, যেখানে 28টি পতনের সাথে ক্লোজিং দিয়েছে৷


Sensex Update: বুলিশ ছিল কোন স্টকগুলি ?


গতকালের পতনের পর আজ আইটি স্টকগুলি স্থিতিশীল ছিল। এইচসিএল টেক 1.99 শতাংশ, উইপ্রো 1.63 শতাংশ, নেসলে 1.63 শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 1.90 শতাংশ, সান ফার্মা 0.71 শতাংশ, মারুতি সুজুকি 0.66 শতাংশ, লারসেন 0.49 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.34 শতাংশ, 0.34 শতাংশ। , SBI 0.33 শতাংশ ওপরে বন্ধ হয়েছে। পাওয়ার গ্রিড 2.62 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 1.85 শতাংশ, রিলায়েন্স 1.13 শতাংশ, টাইটান কোম্পানি 1.12 শতাংশ, এইচডিএফসি 0.75 শতাংশ, বাজাজ ফাইন্যান্স 0.72 শতাংশ হ্রাসের সাথে বন্ধ হয়েছে।


Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে


আজকের ট্রেডিং সেশনেও বিনিয়োগকারীদের সম্পদের পরিসংখ্যানে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। BSE-তে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন সোমবার 265.94 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 265.95 কোটি টাকা হয়েছে। তবে এখনই বাজারে বড় বুল রান দেখছে না বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে অস্থিরতা দেখা যেতে পারে দালাল স্ট্রিটে। সেই ক্ষেত্রে কোনও বড় খবর ছাড়া বাজারে সেরকম উচ্ছ্বাস নাও দেখা যেতে পারে।


আরও পড়ুন : Apple Mumbai Store: ভিতরেই গাছ, কর্মীরা জানেন ২০টিরও বেশি ভাষা, কী এমন আছে মুম্বই অ্যাপল স্টোরে ?