কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের (Purba Burdwan) শক্তিগড় থানার (Saktighar Police Station) বড়শুলে টেলিফোন এক্সচেঞ্জে ভয়াবহ আগুন (Fire At Telephone Exchange)। টেলিফোন এক্সচেঞ্জে তারের স্তূপ কার্যত ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২ টি ইঞ্জিন (Fire Tender)।


যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় মিনিট ৪০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে টেলিফোন এক্সচেঞ্জের যাবতীয় কেবলের পাশাপাশি পাশের মোবাইল টাওয়ারেও আগুন লেগেছিল। যার জেরে শক্তিগড় এলাকায় ল্যান্ড ফোন ও মোবাইল ফোন পরিষবা ব্যাহত হওয়ার আশঙ্কার রয়েছে।


স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ৩ টে নাগাদ আগুন লাগে। যে খবর পাওয়ার পরই দ্রুত সেখানে ছুটে যায় দমকল ও শক্তিগড় থানার পুলিশ। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে বিএসএনএল কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিএসএনএলের এক পদস্থ কর্মী জানিয়েছেন, টেলিফোন এক্সচেঞ্জের বাইরে থাকা জঞ্জাল থেকেই আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কেবল থেকে টাওয়ারের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। 


টেলিফোন এক্সচেঞ্জের ভেতর পর্যন্ত আগুনের লেলিহান শিখা না পৌঁছলেও টাওয়ার ও এলাকার ফিডার কেবলের সমস্ত তার পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলেই জানানো হয়েছে। তিনটে নাগাদ প্রথম আগুন লাগার বিষয়টা দেখতে পেয়ে এক্সচেঞ্জের কর্মীরা দ্রুত বিভিন্ন জায়গায় খবর দেওয়ার জেরেই অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করেনি বলেই মনে করছেন তাঁরা। টেলিফোন এক্সচেঞ্জের মাঝে থাকা জঞ্জালে নয় এক্সচেঞ্জের এলাকার পাঁচিলের বাইরে থাকা জঞ্জাল থেকে আগুন লেগেছে বলেই মনে করছেন তাঁরা। আগুন টাওয়ারের পাশাপাশি ট্রান্সফর্মারেও লাগার জেরেও শক্তিগড় এলাকার মোবাইল ফোন পরিষেবা ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।


এদিকে, বাঁকুড়ার (Bankura) ছাতনাথানা এলাকায় সরবেড়িয়াতে জঙ্গলে আজ দুপুর নাগাদ হঠাৎই জঙ্গলে আগুনের লেলিহান শেখা দাউ দাউ করে জ্বলতে দেখেন গ্রামবাসীরা। ক্রমশ আগুন ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসতে থাকে এমনই অবস্থায় গ্রামবাসীরা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পাশাপাশি দমকলে খবর দেওয়া হয়। একদিকে যখন গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করছে অন্যদিকে দমকলের একটি ইঞ্জিনের এসে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। বারঙ্গাবার জেলায় বিভিন্ন জায়গায় জঙ্গলের আগুন কেউ বা কারা এই জঙ্গলে আগুন লাগিয়ে দেয় বলেই অভিযোগ গ্রামবাসীদের। 


আরও পড়ুন- বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা, মা উড়ালপুলে উল্টে গেল গাড়ি