বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস...
আবহাওয়ায় বদলের সুর আজ থেকেই। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবারই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আপাতত যা মতিগতি, তাতে মঙ্গলবারই তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে। ৬ই মে, অর্থাৎ শনিবার. দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তই পর দিন, রবিবার অর্থাৎ ৭ মে নিম্নচাপে পরিণত হবে। ৮ ই মে, সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আর মঙ্গলবার অর্থাৎ ৯ই মে সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনই আপাতত পূর্বাভাস রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি কোন পথে এগোবে, তা স্পষ্ট করে আবহাওয়া দফতর এখনও জানায়নি। 


'নবজোয়ার' যাত্রায় যোগ মুখ্যমন্ত্রীর...
মালদায় তৃণমূলে নবজোয়ার যাত্রায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রায় এই প্রথম একমঞ্চে মমতা ও অভিষেক। তৃণমূল সূত্রে খবর, আজ রাতে ইংরেজবাজারে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বিকেলে ইংরেজবাজারে দলের অধিবেশন কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রার দশম দিনে আজ মালদার মালতিপুর বিধানসভার চাঁচল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করবেন অভিষেক। রতুয়ায় রোড শোয়ের পর মানিকচকের এনায়েতপুরে সভা করবেন তিনি। এরপর দারুল ইসলাম মসজিদ দর্শনের পর মোথাবাড়ির কালিয়াচকে জনসংযোগ কর্মসূচি রয়েছে অভিষেকের। সবশেষে ইংরেজবাজারে গোপন ব্যালটে পঞ্চায়েতের প্রার্থী বাছাই হবে।


বিধায়ককে নিয়ে হানা আয়করের দফতরের...
২০ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর, রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নিয়ে কল্যাণী গ্রুপের অফিসে হানা দিলেন আয়কর দফতরের অফিসাররা। আজ ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জের সুদর্শনপুরে কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিসে। সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়কের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ি থেকে রওনা দেওয়ার আগে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন কৃষ্ণ কল্যাণী।


'কালীঘাটের কাকু'-র বাড়িতে CBI হানা...
'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সিবিআই হানা। নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে এদিন 'কালীঘাটের কাকু'র বাড়িতে যায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের । 


ময়নায় বিজেপি নেতা খুনে প্রথম গ্রেফতারি...
ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতারি । ধৃতের নাম মিলন ভৌমিক। তিনি তৃণমূলের কর্মী বলে পুলিশের দাবি। ময়নার বাকচা গ্রাম থেকেই গ্রেফতার মিলন। হামলাকারীদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন তিনি, দাবি পুলিশের।


আরও পড়ুন:বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের