Cognizant Layoffs: প্রযুক্তি সংস্থা কগনিজেন্টও (Cognizant) এবার হাঁটবে কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পথে। শোনা গিয়েছে, খুব তাড়াতাড়ি প্রায় ৩৫০০ কর্মীকে পিঙ্ক স্লিপ (Pink Slip) ধরাতে পারে। অর্থাৎ কগনিজেন্ট থেকে প্রায় ৩৫০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কগনিজেন্ট কর্তৃপক্ষ। এর পাশাপাশি বেশ কিছু অফিসও বন্ধ করতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, অফিস স্পেসের নিরিখে ১১ মিলিয়ন বর্গ ফুট এলাকা ছেড়ে দেবে কগনিজেন্ট। যেনতেনপ্রকারেণ খরচ নিয়ন্ত্রণ করাই এখন সংস্থার মূল লক্ষ্য। ২০২৩ সালে কোম্পানির আয়ের পরিমাণ হ্রাস হয়েছে। তথ্য-প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে তাদের মার্জিনও ঠেকেছে একেবারে তলানিতে, ১৪.৬ শতাংশে। আর এইসব মিলিয়েই এবার কর্মী ছাঁটাই করতে চলেছে কগনিজেন্ট সংস্থা। 


সিইও রবি কুমার এস- এর বার্তা


কগনিজেন্ট সংস্থার সিইও রবি কুমার এস ৩৫০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। এর পাশাপাশি অফিস স্পেসও যে কমানো হবে সেকথাও জানিয়েছেন তিনিই। অন্যান্য তথ্য-প্রযুক্তি সংস্থা যেমন- অ্যাকসেঞ্চার, ইনফোসিস, টিসিএস- এর থেকে জোরদার প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে কগনিজেন্ট সংস্থা। অন্যদিকে প্রায় ৩৫০০ কর্মী ছাঁটাই হবে শোনা গেলেও ভারত থেকে কত কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। 


ড্রপবক্সেও কর্মী ছাঁটাই


ক্লাউডের (Clod Storage App) স্টোরেজ অ্যাপ ড্রপবক্স (Dropbox) সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। গ্লোবাল ওয়ার্ক ফোর্সের প্রায় ১৬ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে শোনা গিয়েছে। এর ফলে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই হবেন বলে জানা গিয়েছে। অ্যামাজন, মেটা, ট্যুইটার এবং অন্যান্য টেক জায়ান্টদের মতো এবার কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে ড্রপবক্স সংস্থা। জানা গিয়েছে, সংস্থার সিইও ড্রিউ হাউস্টন এই সিদ্ধান্ত নিয়েছেন। ইমেলের মাধ্যমে কর্মীদের জানানো হয়েছে ছাঁটাইয়ের কথা। কোম্পানির গ্রোথ অর্থাৎ উন্নতির গতি ধীর হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সংস্থা ব্যবসায়িক মডেলেও যুক্ত করা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। অন্যদিকে শোনা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI ভিত্তিক ফিচারের উপর নির্ভরশীল হতে চলেছে ড্রপবক্স কর্তৃপক্ষ। আর তাই AI সম্বন্ধে জ্ঞান লোকজনকে নিয়োগ করতে আগ্রহী এই সংস্থা। এর পাশাপাশি প্রাথমিক পর্যায়ের ডেভেলপমেন্ট স্কিল জানা থাকলেও ভাল। 


আরও পড়ুন- রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা