IRFC: রেলের স্টকগুলি হু হু করে বাড়ছে বাজারে। রেল বিকাশ নিগম, ইরকন ইন্টারন্যাশনাল, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইত্যাদির দাম তো বাড়ছেই, তবে এগুলি ছাড়াও আরেকটি স্টক বিপুল হারে বেড়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বা IRFC। ১৫ জানুয়ারিতে এই শেয়ারটি প্রায় ১৪ শতাংশ বেড়েছে। এর IPO-র দাম যেখানে ছিল মাত্র ২৬ টাকা, সেখানে এর বর্তমান দাম ১২৯.৮৫ টাকা। অর্থাৎ বাজারে লিস্টিং হওয়ার পর থেকে শুরু করে এই শেয়ার প্রায় ৪০০ শতাংশ রিটার্ন দিয়েছে।
কতটা বৃদ্ধি শেয়ারে ?
২০২১ সালে এই শেয়ার লঞ্চ হয়েছিল বাজারে আর তারপর ২ বছরের মধ্যেই বিপুল লাভ দিয়েছে IRFC। এক বছরের হিসেবে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৮৭ শতাংশ। জানা গিয়েছে, গত এক মাসে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের (IRFC) শেয়ারের দাম প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছয় মাসের নিরিখে শেয়ারটির মূল্য ৩১১ শতাংশ বেড়েছিল। অন্যদিকে, গত একমাসে সেনসেক্স প্রায় ২.৪ শতাংশ বেড়েছে। ছয় মাসের হিসেব দেখলে এই বেঞ্চমার্ক সূচক ১০.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কী বলছে অ্যানালিসিস ?
১৫ জানুয়ারি সকাল ১০ টা নাগাদ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এটি প্রায় ১২৮.৬৫ টাকা অর্থাৎ ১৩ শতাংশ বেড়ে ট্রেড করছিল। ঐ দিন ২৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে এই স্টকে। সাপ্তাহিক চার্টে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই এর রাউন্ডেড বটম প্যাটার্ন ভেঙে ফেলেছে। তখন এর দাম ছিল ৯২ টাকা। বিগত সপ্তাহে একটি ৯৪ থেকে ১০৫ টাকার কনসলিডেশন রেঞ্জও ভেঙে ফেলেছে IRFC। দৈনিক এবং সাপ্তাহিক RSI এখনও বুলিশ ইশারা দিচ্ছে।
কেন বাড়ছে দাম ?
ভারত সরকার রেলের পরিকাঠামোর উন্নতির জন্য আরও প্রায় ৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। আর এই কারণে IRFC-র মত সংস্থাগুলির মুনাফা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবারের পর আজ বাজারে শুরু হয়েছে প্রফিট বুকিংয়ের চাপ। পরপর পাঁচদিন সবুজ ক্যান্ডেলেই ছিল বাজার। তবে মঙ্গলে গতি পেয়েছে হ্রাস। বিশেষজ্ঞদের দাবি, যে বাজারে কারেকশন এসেছে, যা আগামী কিছুদিন স্থায়ী থাকবে। ৭৩ হাজারের সীমা পেরনোর পর কিছুটা স্তব্ধ হয়েছে উর্ধ্বগতি। তবে বাজারে এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস, টিসিএস এবং এইচসিএল টেক-এর মত বড় সংস্থার শেয়ারে দেখা গিয়েছে প্রফিট বুকিংয়ের প্রভাব যার কারণে খানিক থেমেছে বাজারের গতি।