Kia EV6 Price: ভারতে মাঝারি আকারের SUV সেলটস এনে তাক লাগিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া। 2019 সালে ভারতে আত্মপ্রকাশ করেছিল সেলটস। পরবর্তীকালে কিয়া কার্নিভালের মতো প্রিমিয়াম MPV দেখেছিল দেশ। এরও পরে এসেছে সাব-কমপ্যাক্ট SUV সনেট। এবার ভারতের বাজারে Kia EV6 আনতে চলেছে কিয়া। জেনে নিন এর 5টি বিষয়।


Kia EV6: গাড়ির ডিজাইন ও রং
দারুণ পাওয়ারের সঙ্গে দুর্দান্ত লুক পেয়েছে এই গাড়ি। কার ব্লগারদের মতে, Kia EV6-কে সব কোণ থেকেই দারুণ দেখায়। বিশেষ করে এর রেঞ্জ-টপার GT লাইন দেখলে তাক লেগে যাবে যেকোনও অটো ব্লগারের। এটি কিয়ার নতুন 'অপজিট ইউনাইটেড' ডিজাইনের দর্শন মেনে তৈরি করা হয়েছে। এর বডি লাইনে স্পোর্টস শার্প কাট ও ক্রিজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গাড়ি। এছাড়াও এতে রয়েছে 20-ইঞ্চির 5-স্পোক মেশিন-কাট অ্যালয় হুইল। যা খুব স্পোর্টি দেখায়। বিশ্বব্যাপী এটি ছয়টি রঙে আত্মপ্রকাশ করেছে। স্টিল ম্যাট গ্রে, হোয়াইট পার্ল, 
মিডনাইট ব্ল্যাক, রানওয়ে রেড, ইন্টারস্টেলার গ্রে, ইয়টস ব্লু ও স্টিল ম্যাট গ্রে রঙে পাওয়া যাবে এই গাড়ি।


Kia EV6: আয়তন ও গাড়ির ক্ষমতা


এই গাড়ির দৈর্ঘ্য 4695 এমএম। এর প্রস্থ 1890 এমএম। এই বৈদ্যুতিক গাড়ির উচ্চতা 1550 এমএম রেখেছে কোম্পানি। অন্যদিকে, Kia EV6 এর হুইলবেস রাখা হয়েছে 2900mm। গাড়ির বুট স্পেস 490 লিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 এমএম।


Kia EV6: ব্যাটারি, রেঞ্জ ও চার্জিং টাইম


অল-ইলেকট্রিক Kia EV6 দুটি ভিন্ন ব্যাটারি প্যাক অপশনে পাওয়া যাবে। এটি 58 ​​kWh ও একটি বড় 77.4 kWh ব্যাটারি প্যাকের বিকল্পে পাবেন ক্রেতা৷ কোম্পানির দাবি, এক চার্জে সর্বাধিক 500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই গাড়ি। তবে সেই ক্ষেত্রে ড্রাইভিং রেঞ্জ ভ্যারিয়েন্টের উপর নির্ভর করবে। এই গাড়িতে 350 কিলোওয়াট ডিসি আল্ট্রাফাস্ট চার্জার ব্যবহার করে মাত্র 18 মিনিটে 10 থেকে 80 শতাংশ চার্জ করা যেতে পারে। এই গাড়ি 50 কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে 73 মিনিটে চার্জ করা যায়।


Kia EV6: লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম


অল-ইলেকট্রিক Kia EV6-এর বুকিং ভারতে 26 মে থেকে শুরু হবে। এই ইলেকট্রিক গাড়ির 55-60 লক্ষ টাকা হতে পারে। এটি এই বছরের জুলাই বা অগাস্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন : TVS Ntorq 125 XT: এবার স্মার্ট এনটর্ক আনল টিভিএস, দাম কত রেখেছে জানেন ?