Share Market Update: আদানি গোষ্ঠীর স্টকে LIC-র বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এই প্রসঙ্গে বিরোধীদের প্রশ্নবাণের মুখে পড়েছিল সরকার। যা নিয়ে এবার সংসদে মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ?
LIC Share Price: আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়া নিয়েই উঠছে প্রশ্ন
দেশের আম আদমির অন্যতম সঞ্চয়ের জায়গা LIC। সরকারি এই বিমা কোম্পানির বিপুল তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছে ফান্ড ম্যানেজার । সেই ক্ষেত্রে তহবিলের টাকা বাজারে খাটানোর পাশাপাশি ঋণ হিসাবে দেয় LIC। যার পরিবর্তে এলআইসিও এর থেকে ভাল রিটার্ন পায়।
যদিও সম্প্রতি আদানিকে ঋণ দেওয়ার পর থেকেই এলআইসির শেয়ার ও লোন পোর্টফোলিও নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে সংসদে। বিশেষ করে আদানি গ্রুপের কোম্পানির শেয়ারে এলআইসির বিনিয়োগ ও এর মধ্যে কয়েকটি কোম্পানিকে দেওয়া ঋণ নিয়ে নিন্দা করেছে বিরোধীরা। সর্বশেষ তথ্য বলছে, গত তিন মাসে আদানির সংস্থাগুলিকে দেওয়া এলআইসি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে।
Share Market Update: সংসদে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী
সোমবারই আদানি গোষ্ঠীতে LIC-ঋণ নিয়ে তথ্য় দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময় তিনি জানান, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে LIC-র ঋণের পরিমাণ 05 মার্চ 6,183 কোটি টাকায় নেমে এসেছে৷ 31 ডিসেম্বর 2022-এ এই পরিমাণ ছিল 6,347 কোটি টাকা৷ অর্থমন্ত্রী আরও জানান, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জানিয়েছে, 31 ডিসেম্বর 2022 ও 05 মার্চ 2023-তে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির কাছে LIC-র ঋণের পরিমাণ ছিল যথাক্রমে 6,347.32 কোটি ও 6,182.64 কোটি টাকা৷
Adani Group Stocks: আদানির এই সংস্থাগুলিকে ঋণ
এদিন সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, আদানি গ্রুপের আদানি পোর্টস অ্য়ান্ড স্পেশাল ইকোনমিক জোন এর সর্বোচ্চ 5,388.60 কোটি টাকার এক্সপোজার রয়েছে৷ একইভাবে, আদানি পাওয়ার মুন্দ্রার কাছে 266 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-1 এর কাছে 81.60 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেড ফেজ-3 এর এক্সপোজার রয়েছে 254.87 কোটি টাকা, রায়গড় এনার্জি জেনারেশন লিমিটেডের 45 কোটি টাকা ও রায়পুর এনারজেন লিমিটেডের 145.67 কোটি টাকার এক্সপোজার রয়েছে।
Share Market Update: সুপ্রিম কোর্টে আদানি মামলার প্রসঙ্গে আগেই এই কথা বলেছিল সিকিউরিটিজ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। আদানি-হিন্ডেনবার্গ মামলার পরই ধস নেমেছিল ভারতের শেয়ার বাজারে। যার তদন্তে নেমে এবার নতুন তথ্য় হাতে এসেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার।
Adani-Hindenberg Issue: সেবির নজরে ১২ টিরও বেশি সংস্থা
২৪ জানুয়ারি আদানি গ্রুপ সম্পর্কিত হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পরই ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। বিদেশের পাশাপাশি ভারতের স্টক এক্সচেঞ্জে বহু সংস্থা আদানি গ্রুপের শেয়ার শর্ট সেল করে লাভের মুখ দেখে। তখন থেকেই প্রশ্ন ওঠে, আদানি গ্রুপের শেয়ার বিক্রি করে কোন বিনিয়োগকারীরা মুনাফা লাভ করেছেন ? রিপোর্ট বলছে, হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের আগে ও পরে আদানি গ্রুপের শেয়ার শর্ট সেলিং করা এক ডজনেরও বেশি দেশি ও বিদেশি সংস্থা সেবি নজরে এসেছে।