LIC Investment: ভারতের সবথেকে বড় জীবনবিমা সংস্থা হল লাইফ ইনিসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে এলআইসি। সম্প্রতি জানা গিয়েছে, এলআইসি তাঁর পোর্টফোলিও থেকে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক বিক্রি করে দিয়েছে। অর্থাৎ এই সংস্থাগুলি থেকে স্টেক কমিয়েছে এলআইসি (LIC Portfolio)। তা সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবর্ষে এলআইসির পোর্টফোলিওর বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ কোটি টাকায়। মূলত কোন কোন সংস্থায় বিনিয়োগ আছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ? কোন কোন সংস্থাতেই বা স্টেক কমাল এলআইসি ?


কোন কোন শেয়ারে স্টেক কমিয়েছে LIC


সূত্রের খবর, নিম্নলিখিত ১৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে স্টেক কমিয়ে নিয়েছে এলআইসি (LIC Portfolio) অর্থাৎ বেশ কিছু করে এইসব সংস্থার শেয়ার বিক্রি করেছে এই জীবনবিমা সংস্থা। এদের মধ্যে রয়েছে- BHEL, SAIL, Coal India, Oil India, Mahanagar Gas, MOIL, SBI, Canara Bank, HPCL, NMDC Steel, NMDC, Shipping Corporation, IOC, Container Corporation of India, ONGC এবং NTPC। ২০২৪-এর শুরুতে এসে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পোর্টফোলিওতে ছিল ৩০০টি সংস্থার শেয়ার যাদের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পোর্টফোলিওর বাজারমূল্যও বেড়ে গিয়েছে।


আরও কোন শেয়ার বিক্রি করেছে সংস্থা


উপরে উল্লিখিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ছাড়াও টাটা পাওয়ার, বেদান্ত, জেএসডব্লিউ এনার্জি, ভোল্টাস, টাটা মোটরস, এল অ্যান্ড টি ইত্যাদি সংস্থার শেয়ারও বিক্রি করে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ২০২৩-২৪ অর্থবর্ষে বিপুল রিটার্ন এনে দিয়েছে আর তাই পোর্টফোলিওর মোট মূল্য ১.৬ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে এলআইসির।


কোন কোন শেয়ার এখনও আছে LIC-র পোর্টফোলিওতে  


লাইফ ইনসিওরেন্স অফ ইন্ডিয়ার পোর্টফোলিওতে (LIC Portfolio) এখনও রয়েছে Navin Fluorine, Bata India, Mind Tree, Asian Paints, Apollo Tyres, Patanjali Foods, Infosys, Nestle, Kotak Mahindra Bank ইত্যাদি সংস্থার শেয়ার। আদানি গ্রুপের আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইজেও এলআইসির বিনিয়োগ ছিল। আর এই বিনিয়োগ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে ৮৯০০ কোটি টাকা আয় মুনাফা হয়েছে এলআইসির।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kotak Bank: কোটাক ব্যাঙ্কের শেয়ারে ধস, একদিনেই দশ হাজার কোটি খোয়ালেন উদয় কোটাক