ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : শেয়ার বাজারে (Share Market) টাকা খাটানোর নামে ৩০ কোটি টাকার বেশি 'প্রতারণা'! ওই পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ (Allegation of Monetary Fraud) উঠল বোলপুরের (Bolpur) একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। শতাধিক যুবকের কাছ থেকে শেয়ার মার্কেটের নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে পরে দেউলিয়া ঘোষণা করে ওই সংস্থা ৷ এহেন অভিযোগ পেয়ে সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীলকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ (Bolpur PS)।


কী অভিযোগ ?


'এস এস কনসালটেন্সি' নামে একটি বেসরকারি সংস্থা (Private Organization) শেয়ার বাজারে সুদে টাকা লগ্নির নামে কোটি কোটি টাকা বাজার থেকে তোলে বলে অভিযোগ। তারা প্রতিশ্রুতি দেয়, তাদের সংস্থায় লগ্নি করলে ২০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। কিন্তু, সেই টাকা আত্মসাৎ করে সংস্থা দেউলিয়া ঘোষণা করে গা ঢাকা দেয়। প্রায় ৩ মাস পর সংস্থার কর্ণধার শুভ্রায়ন শীলকে খুঁজে পায় লগ্নিকারীরা৷ 


অভিযোগ, বোলপুর শহর-সহ আশপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনের কাজ থেকে টাকা নেওয়া হয়েছে। বেশির ভাগ যুবককে প্রলোভন দেখিয়ে এই টাকা তোলে সংস্থা। সুদ দেওয়ার নামে কারও কাছে কমপক্ষে ২ লক্ষ থেকে সর্বাধিক আড়াই কোটি টাকা পর্যন্ত নেওয়া হয় ৷ এই ভাবে বাজার থেকে টাকা তুলে ৩০ কোটি টাকার বেশি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রায়ন শীল। খবর পেয়ে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান লগ্নিকারীরা৷ অভিযোগ, এক বছরে ওই যুবক দামি বাইক, চার চাকা গাড়ি, মোবাইল কিনে ফেলে ৷ 


তবে যুবক বলেন, "আমি একটা কোম্পানি খুলেছিলাম ৷ সেটায় লোকসান হয়েছে ৷ তবে, আমি ওদের কাছে সময় চেয়েছিলাম ৷ টাকা ফিরিয়ে দেব বলে।"


লগ্নিকারীদের মধ্যে তৌসিফ উদ্দিন ও মানবেন্দ্র ধর বলেন, "আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সুদ সহ ফেরত দেবে বলে। বোলপুরের শতাধিক ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। পরে সেই টাকা না দিয়ে পালিয়ে যায় ৷ খাবার ডেলিভারি বয়ের মারফৎ ওর খবর পাই ৷ ৩০ কোটি টাকার বেশি লুঠ করেছে ৷ আমরা চাই, পুলিশ আমাদের টাকা আদায় করে দিক।"


আরও পড়ুন ; স্বাস্থ্যসাথী কার্ডের জন্য় জমা হওয়া নথি দিয়ে শতাধিক ভুয়ো অ্যাকাউন্ট : CBI