Pension Rule: কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর। হাতে আর বেশি সময় নেই। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই করে ফেলতে হবে এই কাজ। আর মাত্র ৮ দিন বাকি আছে বার্ষিক জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার জন্য। আর এই সার্টিফিকেট (Life Certificate) না জমা করলে আপনার পেনশনের সুবিধেও বন্ধ হয়ে যেতে পারে। ৮০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য এই সার্টিফিকেট জমা দেওয়ার দিন ছিল ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর এবং বাকি অন্যান্য পেনশনভোগীদের (Pension Rule) জন্য এই মেয়াদ রয়েছে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
কতদিন পর্যন্ত জমা করা যাবে লাইফ সার্টিফিকেট
পেনশনভোগীদের জন্য এই নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। পেনশন চালু রাখতে গেলে এই মাসেই শেষ দিন রয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। একে আবার সার্ভাইভাল সার্টিফিকেটও বলা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জমা করতে হবে এই লাইফ সার্টিফিকেট। এর মাধ্যমে সেই পেনশনভোগীর পেনশন চলতে থাকে আজীবন। এই লাইফ সার্টিফিকেট প্রতি বছরই একবার করে জমা করতে হয় পেনশনভোগীদের। আগের বছর যারা এই সার্টিফিকেট জমা দিয়েছিলেন তাদের সেই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে ৩০ নভেম্বর। ফলে ডিসেম্বর থেকে পেনশন পেতে গেলে আবার নতুন করে জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে।
৮০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে ১ অক্টোবর থেকেই সময় ছিল এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। আর ৬০ থেকে ৮০ বছরের মধ্যে যাদের বয়স, তাদের জমা করতে হবে এই মাসের মধ্যেই। ১ নভেম্বর থেকে শুরু হয়েছে সময়, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই আকজ করা যাবে।
পেনশন সিস্টেমে লাইফ সার্টিফিকেট আপডেট করা হয়ে গেলে, পরবর্তী পেনশনের তারিখে বকেয়া পেনশন সহ একবারে টাকা জমা হয়ে যাবে পেনশনভোগীর নির্দিষ্ট অ্যাকাউন্টে। তবে একবারে ৩ বছরের বেশি সময়ের জন্য লাইফ সার্টিফিকেট জমা করানো যায় না।
ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধে
এখন যে কোনো ব্যাঙ্কেই ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট জমা করার সুবিধে রয়েছে। এর মাধ্যমে ব্যাঙ্কে লাইন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না প্রবীণ নাগরিকদের। এছাড়া ব্যাঙ্কের মোবাইল অ্যাপ থেকেও সহজে ঘরে বসেই এই জীবন প্রমাণ পত্র জমা করা যায়। টো ফ্রি নম্বরে ফোন করেও এই কাজ করা যায়।
আরও পড়ুন: EPFO: প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় আপডেট, UAN নম্বর সক্রিয় করতে এই কাজ আবশ্যিক; কী জানাল EPFO ?