Macroworld New Outlet: ম্যাক্রোওয়ার্ল্ডের নতুন স্টোর এবার কলকাতার লেক মলে
Macroworld Kolkata New Outlet: ভারতের ফ্যাশন ব্র্যান্ড ম্যাক্রোওয়ার্ল্ডের কলকাতায় লেক মলে নতুন আউটলেট খুলেছে। এই স্টোরে প্রিমিয়াম মানের পুরুষ, মহিলা ও শিশুদের পোশাকের বিস্তৃত সংগ্রহ রয়েছে।
Macroworld Kolkata New Outlet: ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ম্যাক্রোওয়ার্ল্ডের নতুন আউটলেট এবার কলকাতায়। দক্ষিণ কলকাতার লেক মলে ম্যাক্রোওয়ার্ল্ডের নতুন স্টোরের গ্র্যান্ড ওপেনিং হল। ম্যাক্রোওয়ার্ল্ডের পোশাক মানেই নতুনত্ব। পুরুষ, মহিলা ও ছোট্টদের জন্য নজরকাড়া পোশাকের কালেকশন থাকে তাদের স্টোরে। কলকাতাবাসীদের জন্য এবার নতুন একটি স্টোর নিয়ে হাজির হল ম্যাক্রোওয়ার্ল্ড। কলকাতার দক্ষিণে লেক মলের এই স্টোরে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির পোশাক আশাক। পুরুষ, মহিলা ও ছোটদের সকলের জন্যই থাকছে মনকাড়া স্টক।
সম্পূর্ণ নতুন ধরনের কালেকশন নিয়ে ম্য়াক্রোওয়ার্ল্ডের বিশেষ কালেকশন থাকবে লেক মলের স্টোরে। ভারতবিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের স্পেশাল ডিজাইনে তৈরি হয়েছে এই কালেকশনগুলি। এমডব্লিউ সিগনেচার কালেকশনের সমস্ত পোশাক পাওয়া যাবে লেক মলের নয়া আউটলেটে। যে কোনও ওয়ার্ড্রোবের জন্য নজর কাড়বে এই সিগনেচার কালেকশন। সূক্ষ্ম ডিজাইন, প্রিমিয়াম ফেব্রিকস এবং অতুলনীয় কারুকাজ ম্যাক্রোওয়ার্ল্ডের সিগনেচার কালেকশন অন্যতম আকর্ষণীয় দিক।
পুরুষদের জন্য ম্যাক্রোম্যান এবং মহিলাদের জন্য ম্যাক্রোওম্যানের কালেকশন থাকবে কলকাতার লেক মলের স্টোরে। কেনাকাটার গোটা অভিজ্ঞতাই পাল্টে দেবে ম্যাক্রোওয়ার্ল্ডের এই অভিনব সম্ভার। গ্রাহকরা ম্যাক্রোওয়ার্ল্ডের সম্ভারের মধ্যে অন্তর্বাস, অ্যাক্টিভওয়্যার, রঙবেরঙের পোশাক, থার্মালস, মোজা এবং ফেস মাস্ক সহ বিভিন্ন ট্রেন্ডিং ও আরামদায়ক পোশাক পাবেন।
পোশাকের নানা বিভাগের পাশাপাশি স্টোরে রোহিত বলের ডিজাইন করা MW সিগনেচার কালেকশনের একটি বিশেষ বিভাগও রয়েছে। সেখান থেকে ভারতীয় ফ্যাশনের নানা পোশাক পছন্দ করে নিতে পারেন নিজের জন্য।
ম্যাক্রোওয়ার্ল্ডের ডিরেক্টর বিকাশ আগরওয়ালা বলেন, “আমরা কলকাতার লেক মলে ম্যাক্রোওয়ার্ল্ডের স্টোর খুলতে পেরে আনন্দিত। ম্যাক্রোওয়ার্ল্ডের শৈলী এবং স্বাচ্ছন্দ্যের অনন্য সংমিশ্রণ আরও বেশি করে আমাদের গ্রাহকদের কাছে নিয়ে এসেছে।
লেক মলের ম্যাক্রোওয়ার্ল্ড স্টোরটির উদ্বোধন করেন রূপা অ্যান্ড কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মিঃ কে.বি. আগারওয়ালা। তাঁর এই গ্র্যান্ড ওপেনিং সংস্থাকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ ও গ্রাহকদের ভাল পরিষেবা দিতে বদ্ধপরিকর করেছে। তাই আজই ম্যাক্রোওয়ার্ল্ডের স্টোরে যান। পার্থক্যটা নিজেই অনুভব করুন!
ম্যাক্রোওয়ার্ল্ড হেডকোয়ার্টার কলকাতায়। ফ্য়াশনের এই সেরা ঠিকান গ্রাহকদের জন্য সবসময় উন্নতমানের পোশাক আশাকের সম্ভার নিয়ে হাজির। ভারতের ফ্যাশন দুনিয়ায় নতুন ছাপ ফেলার পাশাপাশি বিদেশেও নিজেদের যাত্রা শুরু করছে ম্যাক্রোওয়ার্ল্ড। অনলাইন হোক বা অফলাইন, ম্যাক্রোওয়ার্ল্ড নিজেদের অভিনব পোশাকে গ্রাহকদের মন জয় করতে সর্বদা তৎপর।