Mahindra Rall-E SUV: গত বছরই অগাস্টে ব্রিটেনে নতুন ইলেকট্রিক কনসেপ্ট SUV চালু করেছিল মহিন্দ্রা।  বর্তমানে হায়দরাবাদে ভারতের প্রথম ফর্মুলা ই রেস উপলক্ষে এই ইলেকট্রিক SUV গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। এই ফর্মুলা ই রেস ইভেন্টে M9 ইলেক্ট্রো রেস কার ব্যবহার করবে মহিন্দ্রা। এর সঙ্গে কোম্পানি একটি কনসেপ্ট ইলেকট্রিক কার Rall-E ও প্রকাশ্য়ে এনেছে।


Mahindra Rall-E SUV: টাটাকেও টক্কর দিতে পারে মহিন্দ্রার এই  ইলেকট্রিক SUV
এই গাড়ি কোম্পানির কনসেপ্ট ইলেকট্রিক SUV BE.05 এর একটি বড় ও স্পোর্টিয়ার সংস্করণ। নতুন Mahindra BE Rall-E ইলেকট্রিক SUV-কে ORVM-এর জন্য একটি চকচকে হলুদ স্কিমে পিয়ানো ব্ল্যাক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক SUV একটি নতুন ডিজাইন করা বাম্পার ও বড় হুইল আর্চ পায়। সামনের দিকে একটি স্প্লিট হেডল্যাম্প সেটআপ রয়েছে গাড়িতে।


Mahindra Rall-E SUV: বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ?


সঙ্গে LED DRLs ও নিচের বাম্পারে বৃত্তাকার LED হেডলাইট রয়েছে। এর সঙ্গে সামনে ও পিছনে উভয় দিকেই টো হুক দেওয়া হয়েছে এই ই এসইউভিতে। গাড়িতে ১৬ ইঞ্চি স্টিলের চাকা দেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক SUV-কে আরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, যা অফ-রোডিং আরও সহজ করে তোলে। এটি কুপে-SUV স্টাইলিং, ফ্লাশ-টাইপ ডোর হ্যান্ডেল ও পিছনে একটি পাতলা LED লাইট বার পায়।


BE.05 ইলেকট্রিক SUV কনসেপ্ট কারটি ২০২৫ সালের শেষ নাগাদ লঞ্চ হতে পারে৷ কোম্পানির পোর্টফোলিওতে গাড়িটি XUV400-এর ওপরের লাইন আপে বসানো হবে৷ এটি MG ZS EV ও  Hyundai Kona EV-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। গাড়িটির দৈর্ঘ্য ৪৩৭০ এমএম, প্রস্থ ১৯০০ এমএম ও উচ্চতা ১৬৩৫ এমএম ও ২৭৭৫ এমএম-এর হুইলবেস পাবেন । 


Mahindra Rall-E SUV: কেমন দেখতে গাড়ির কেবিন ?


গাড়িটি একটি ড্রাইভার-কেন্দ্রিক কেবিন অফার করে। এতে এসি কন্ট্রোল ও অন্যান্য ফাংশনের জন্য কোনও বটন নেই। এতে একটি ডুয়াল টাচস্ক্রিন রয়েছে, যেখান থেকে সব নিয়ন্ত্রণ পরিচালনা করা যায়। Mahindra BE 05, অন্যান্য বৈদ্যুতিক SUV-এর মতো, INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটি Volkswagen Group-এর MEB প্ল্যাটফর্মের উপাদানগুলির সাথে তৈরি করা হয়েছে।


Mahindra Rall-E SUV: এই গাড়ির সঙ্গে প্রতিযোগিতা
গাড়িটি ভারতীয় বাজারে MG-এর ZS EV-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা একটি 50 kWh ব্যাটারি প্যাক পায়। এই গাড়িটি প্রতি চার্জে ৪৫৬১ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।


আরও পড়ুন : Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশের বেশি সুদ দিচ্ছে এই ১০ ব্যাঙ্ক


Car loan Information:

Calculate Car Loan EMI