Mahindra Scorpio N update: ৩০ জুলাই থেকে শুরু হবে মহিন্দ্রা স্করপিও এন-এর বুকিং। তার আগে অফিশিয়াল সাইটে গিয়ে গাড়ি 'অ্যাড টু কার্ট' করা যাবে ৫ জুলাই থেকে। কোম্পানি জানিয়েছে, প্রথম ২৫,০০০ বুকিংয়ের জন্য বেস মডেলে ১১.৯৯ লক্ষ টাকা নেবে কোম্পানি। পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে গাড়ির দাম। নতুন স্করপিওতে দেওয়া হয়েছে আগের থেকে অনেক বেশি ফিচার ও স্পেকস। যে কারণে় গাড়ির প্রতি ঝোক বেড়েছে ক্রেতাদের। জানেন, নতুন মহিন্দ্রা স্করপিওতে কী প্রযুক্তি ও সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে ?
Mahindra Scorpio N : কী প্রযুক্তি রয়েছে গাড়িতে ?
নেভিগেশন সহ 20.32 সেমি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবেন গাড়িতে।
AdrenoX 70+ কানেক্টেড কার ফিচার সহ অ্যামাজন আলেক্সা বিল্ট-ইন রয়েছে কেবিনে।
Android Auto TM (তারযুক্ত ও তার ছাড়া) দুই অপশনেই পাবেন
অ্যাপল কারপ্লে (তারযুক্ত ও তার ছাড়া )
ডুয়াল চ্যানেল সাব-উফার সহ Sony 3D অডিও-12 স্পিকার পাবেন এই এসইউভিতে।
রেয়ার এসি মডিউল-সহ ডুয়াল জোন FATC আছে গাড়িতে।
ডুয়াল ক্যামেরা - সামনে ও পিছনে দিয়েছে কোম্পানি।
তারছাড়া চার্জার বা ওয়্যারলেস চার্জার পাবেন গাড়িতে।
টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)দেওয়া হয়েছে এখানে।
Mahindra Scorpio N : গাড়িতে সুরক্ষার বৈশিষ্ট্য ও নিরাপত্তা
ক্র্যাশ কমপ্লায়েন্ট স্ট্রাকচার রয়েছে গাড়িতে
6টি এয়ারব্যাগ (সামনে ,পাশে, স্ক্রিনে) থাকছে
EBD সহ ABS পাবেন নতুন স্করপিওতে।
ইলেকট্রনিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ (ESC) বা স্টেবিলিটি সিস্টেম থাকছে এই এসইউভিতে
ড্রাইভার Draftsmanship সনাক্তকরণ রয়েছে।
পাবেন ট্র্যাকশন নিয়ন্ত্রণ ব্যবস্থা
যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ ক্রুজ কন্ট্রোল
পাহাড়ে গাড়ি নিয়ন্ত্রণের বিশেষ সুবিধা
পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণের সুবিধা
গাড়ির রোল ওভার রোধ করার ব্যবস্থা।
ব্রেক ডিস্ক wiping
ইলেকট্রনিক ব্রেক প্রিফিল
ই-কল, এসওএস সুইচ
ISOFIX ও i-SIZE সামঞ্জস্য সহ সমস্ত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত গাড়ি।
আরও পড়ুন : Mahindra Scorpio N: ৩০ জুলাই বুকিং শুরু, প্রতিযোগীদের থেকে কেন এগিয়ে নতুন স্করপিও ?