New Mahindra Scorpio 2022: আগামী ২৭ জুন দেশের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। কোম্পানির সৌজন্যে ইতিমধ্যেই আমরা গাড়ির বাইরের ছবি দেখতে পেয়েছি। দেখে নিন ভিতরে কী থাকছে মহিন্দ্রা স্করপিওর।


Mahindra Scorpio N: ভিতরে কী থাকছে গাড়ির ?
সম্প্রতি গাড়ির অভ্যন্তরের কিছু ছবি ফাঁস হয়েছে। যা দেখে আপনি বুঝে যাবেন, নতুন স্করপিও এন-এ কী আশা করা যেতে পারে। পাশাপাশি এতে কত বৈশিষ্ট্য থাকবে তাও জেনে যাবেন আপনি। নতুন Scorpio N-এ বর্তমানের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম কেবিন থাকবে ।




New Mahindra Scorpio 2022: অন্দরসজ্জা ঠিক কেমন ?
একবার কেবিনের ডিজাইন দেখলেই নতুন XUV700-এর কথা মনে পড়ে যাবে আপনার। নতুন স্টিয়ারিং হুইলে XUV700-এর মতো মহিন্দ্রা লোগো দেওয়া হয়েছে। এখানে একটি বড় নতুন টাচ স্ক্রিন রয়েছে,  যার পাশে এসি ভেন্ট ছাড়াও পাবেন এয়ারকন কন্ট্রোল। নতুন Scorpio N-এ একটি ঐতিহ্যবাহী এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যার মাঝখানে একটি বিশাল ডিসপ্লে থাকবে। XUV700 এর মতো নতুন Scorpio N-এ থাকবে লেটেস্ট প্রিমিয়াম ফিচার যেমন ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, রেয়ার ভিউ ক্যামেরা, পুশ-বাটন স্টার্ট, সানরুফ (প্যানোরামিক নয়), ক্রুজ কন্ট্রোল, রুফ মাউন্ট স্পিকার ও কানেক্টেড কার টেক। 




Mahindra Scorpio N: নিরাপত্তার দিকে বাকিদের হারিয়ে দেবে এই গাড়ি !
আমরা আশা করি, নিরাপত্তা বৈশিষ্ট্যের তালিকায় ছয়টি এয়ারব্যাগ ও আরও অনেক কিছু নতুন পাওয়া যাবে। গাড়ির প্ল্যাটফর্ম পরিবর্তনের অর্থ, ভিতরে যাত্রীদের জন্য আরও জায়গা ছাড়াও আরও লাগেজ রুম থাকবে। নতুন স্করপিও এন ডিজেল ও পেট্রোল উভয় ইঞ্জিন সহ 4x4 অফার করবে। এছাড়াও স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল গিয়ারবক্স বিকল্পগুলিও থাকবে গাড়িতে। যোগ করা হবে আরও ফিচার।


আরও পড়ুন : Driving Licence: ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করুন ঘরে বসেই, জেনে নিন সহজ উপায়