Mahindra Scorpio N: লঞ্চের আগেই দেখে নিন কেবিন-ফিচার, কী থাকছে নতুন স্করপিওতে ?

New Mahindra Scorpio 2022: আগামী ২৭ জুন দেশের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। কোম্পানির সৌজন্যে ইতিমধ্যেই আমরা গাড়ির বাইরের ছবি দেখতে পেয়েছি।

Continues below advertisement

New Mahindra Scorpio 2022: আগামী ২৭ জুন দেশের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন মহিন্দ্রা স্করপিও। কোম্পানির সৌজন্যে ইতিমধ্যেই আমরা গাড়ির বাইরের ছবি দেখতে পেয়েছি। দেখে নিন ভিতরে কী থাকছে মহিন্দ্রা স্করপিওর।

Continues below advertisement

Mahindra Scorpio N: ভিতরে কী থাকছে গাড়ির ?
সম্প্রতি গাড়ির অভ্যন্তরের কিছু ছবি ফাঁস হয়েছে। যা দেখে আপনি বুঝে যাবেন, নতুন স্করপিও এন-এ কী আশা করা যেতে পারে। পাশাপাশি এতে কত বৈশিষ্ট্য থাকবে তাও জেনে যাবেন আপনি। নতুন Scorpio N-এ বর্তমানের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম কেবিন থাকবে ।



New Mahindra Scorpio 2022: অন্দরসজ্জা ঠিক কেমন ?
একবার কেবিনের ডিজাইন দেখলেই নতুন XUV700-এর কথা মনে পড়ে যাবে আপনার। নতুন স্টিয়ারিং হুইলে XUV700-এর মতো মহিন্দ্রা লোগো দেওয়া হয়েছে। এখানে একটি বড় নতুন টাচ স্ক্রিন রয়েছে,  যার পাশে এসি ভেন্ট ছাড়াও পাবেন এয়ারকন কন্ট্রোল। নতুন Scorpio N-এ একটি ঐতিহ্যবাহী এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যার মাঝখানে একটি বিশাল ডিসপ্লে থাকবে। XUV700 এর মতো নতুন Scorpio N-এ থাকবে লেটেস্ট প্রিমিয়াম ফিচার যেমন ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, রেয়ার ভিউ ক্যামেরা, পুশ-বাটন স্টার্ট, সানরুফ (প্যানোরামিক নয়), ক্রুজ কন্ট্রোল, রুফ মাউন্ট স্পিকার ও কানেক্টেড কার টেক। 


Mahindra Scorpio N: নিরাপত্তার দিকে বাকিদের হারিয়ে দেবে এই গাড়ি !
আমরা আশা করি, নিরাপত্তা বৈশিষ্ট্যের তালিকায় ছয়টি এয়ারব্যাগ ও আরও অনেক কিছু নতুন পাওয়া যাবে। গাড়ির প্ল্যাটফর্ম পরিবর্তনের অর্থ, ভিতরে যাত্রীদের জন্য আরও জায়গা ছাড়াও আরও লাগেজ রুম থাকবে। নতুন স্করপিও এন ডিজেল ও পেট্রোল উভয় ইঞ্জিন সহ 4x4 অফার করবে। এছাড়াও স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল গিয়ারবক্স বিকল্পগুলিও থাকবে গাড়িতে। যোগ করা হবে আরও ফিচার।

আরও পড়ুন : Driving Licence: ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করুন ঘরে বসেই, জেনে নিন সহজ উপায়

Continues below advertisement
Sponsored Links by Taboola