নয়াদিল্লি: এখনই ভারতের বাজারে আসছে না মারুতি-সুজুকির বহু প্রতীক্ষিত অফরোডার জিমনি। পরিবর্তে S-Cross-এর ফেসলিফটেড ভার্সন আনতে চলেছে কোম্পানি। নতুন প্লাটফর্মেও আসতে পারে মারুতির এই গাড়ি। নিজেই সেই কথা নিশ্চিত করেছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানি।  
   
সম্প্রতি অফরোডারের একটি টিজার ছাড়ে মারুতি সুজকি। যেখানে বলা হয়, " নতুন কোনও গাড়ি এসেছে। যা বিভিন্ন ধরনের রাস্তায় ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস রাইড নিয়ে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই গাড়ির নাম কী ? " নেক্সার এই টিজারে কৌতূহল জাগে অটো ব্লগারদের মধ্যে। জিপসি বহুদিন দেশের বাজারে বন্ধ হওয়ায় সবাই ধরে নেন, এবার জিমনি আনছে কোম্পানি। যদিও এই ভুল শুধরে দিয়ে মারুতি জানিয়েছে, শীঘ্রই দেশে লঞ্চ হতে চলেছে S-Cross।


শোনা যাচ্ছে, S-Cross-এর পাশাপাশি নতুন জেনারেশন সেলেরিও লঞ্চ করবে কোম্পানি। চলতি বছরের মধ্যেই দেশের রাস্তায় চলবে মারুতির এই হ্যাচব্যাক। বহুদিন ধরে মারুতি-সুজুকির (Maruti Suzuki)এই গাড়ি নিয়ে কৌতূহল ছিল অটো ব্লগারদের মধ্যে। 


আন্তর্জাতিক বাজারে অনেক আগে থেকেই চলছে মারুতি-সুজুকির এই গাড়ি জিমনি। হরিয়ানার মানেসর প্লান্টে তৈরি হয় মারুতি সুজুকি জিমনির তিনটি দরজার ভ্যারিয়েন্ট। যা এখান থেকেই বিশ্ব বাজারে রফতানি করা হয়। ভারতের বাজারে এলে এই গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে মহিন্দ্রা থার ও ফোর্স গুরখার। যদিও থার ও গুরখার থেকে সাইজে ছোট হতে পারে এই অফরোডার এসইউভি। চার মিটারের মধ্যে বা তার থেকে সামান্য বড় হতে পারে এই গাড়ি। তবে টল স্টান্স আর ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য বিশ্ববাজারে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে মারুতির এই গাড়ি।


আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ


আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?


আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস