কলকাতা: বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠস খাস কলকাতায়। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ মহিলা থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তকে আটকও করেছে পুলিশ।
এবার নার্সিংহোমে চিকিতসাধীন শিশুর মায়ের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল নার্সিংহোমেরই কর্মীর বিরুদ্ধে। এরই সঙ্গে ঘটনার বিষয়ে অবিযোগ জানাতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার পরিজনেরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই গৃহবধূ দাবি করেছেন যে, কিছুদিন আগে তাঁর ছোট্ট শিশু সন্তানকে গায়গঞ্জ মেডিক্যালের পাশেরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। স্বাভাবিকভাবে শিশুর সঙ্গে তার মাও নার্সিংহোমে ছিলেন। বৃহস্পতিবার রাতে নার্সিংহোমের এক কর্মী আচমকাই ঘরে ঢুকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। সেই সময়ে চিতকার করে ওঠার পরই ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।
অক্টোবরের শুরুতে চলন্ত ট্রেনে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে মহারাষ্ট্রের ইগতপুরীতে। ঘটনাটি ঘটে লখনউ মুম্বাই পুষ্পক এক্সপ্রেসে। ট্রেনের স্লিপার কোচে আচমকাই উঠে পড়ে ডাকাতরা। এরপরই চলে লুটপাট। ইতিমধ্যেই এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও অন্যদেরও খোঁজ চলছে। অভিযুক্তদের কাছ থেকে লুটের জিনিসও উদ্ধার করা হয়েছে। এখন বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
ইগতপুরী থেকে মহারাষ্ট্রের লখনৌ এবং মুম্বইয়ের মধ্যে চলাচলকারী পুষ্পক এক্সপ্রেসে আটজন যাত্রী ছিলেন। অভিযুক্তরা ট্রেনে উঠে লুটপাট শুরু করলে যাত্রীরা প্রতিবাদ করে। এরপর যাত্রীদেরও ধারালো অস্ত্র দিয়ে জখমও করে। এমনকী এও অভিযোগ করা হয়েছে যে ওই কামরাতে উপস্থিত এক মহিলাকে দিয়ে যৌনাচারও করায় ওই দুষ্কৃতীরা।
এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন কাসারা স্টেশনে পৌঁছলে যাত্রীরা চিৎকার শুরু করে। এরপর জিআরপির সাহায্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে লুটের প্রায় ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।আইপিএস কায়সার খালিদ জানান,লুটের মধ্যে অধিকাংশই মোবাইল ও নগদ টাকা।
আরও পড়ুন: ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ, প্রিন্সিপালের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
আরও পড়ুন: North Dinajpur: ভর্তি থাকা শিশুর মায়ের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ নার্সিংহোমের কর্মীর বিরুদ্ধে