Best Mileage Tips: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জেরে নাজেহাল হতে হয়েছে দেশবাসীকে। সবথেকে সমস্যার মুখে পড়েছেন বাইক ও চারচাকার চালকরা। তেলের দাম জোগাতে নাভিশ্বাস উঠেছে তাঁদের। তাই তেলের দামের থেকেও এখন গাড়ি বা বাইক থেকে মাইলেজ বাড়ানোর দিকে মন দিয়েছেন তাঁরা। জেন নিন, কীভাবে আপনার গাড়ির মাইলেজ বাড়াবেন।
Mileage Increasing Tips: জ্বালানির জ্বালায় জ্বলছে দেশবাসী
গত কয়েক বছরে ভারতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যে কারণে যানবাহন চালানো মানুষের পকেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু গাড়ি থেকে কম মাইলেজ পাচ্ছেন বলেও অভিযোগ করেন অনেকে। এই অবস্থায় জ্বালানি ব্যয় আরও বেড়ে যায়। তাই মানুষ তাদের গাড়ির মাইলেজ বাড়ানোর উপায় খুঁজছে। জেনে নিন, এমন কিছু টিপস যা আপনার গাড়ির মাইলেজ বৃদ্ধিতে কাজে আসবে।
Best Mileage Tips: গাড়ি চালানোর অভ্যেস ঠিক করুন
সবসময় আপনার গাড়ি স্বাভাবিক গতিতে চালান। খুব দ্রুত বা খুব ধীরে গাড়ি চালাবেন না। এছাড়াও যেকোনও সময় গাড়িতে হঠাৎ ব্রেক করা এড়িয়ে চলুন। মনে করে আপনার ড্রাইভিং প্যাটার্ন পরিবর্তন করা উচিত। এর ফলে আপনাকে আপনার গাড়ি আরও বেশি মাইলেজ দেবে।
Car Tips: এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন
আপনার গাড়ির তেল ও এয়ার ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হবে। এর সঙ্গে ইঞ্জিনের স্পার্ক প্লাগগুলিও নিয়মিত পরিবর্তন করা উচিত, যার ফলে গাড়ির মাইলেজ ও কর্মক্ষমতা বৃদ্ধি হবে।
Automobile Tips: সঠিক জ্বালানি ব্যবহার করুন
আপনার গাড়িতে কোম্পানি যে গুণমানের জ্বালানি ব্যবহার করতে বলেছে তা ব্যবহার করুন। এর ফলে গাড়ির ইঞ্জিন যেমন সবসময় ঠিকঠাক কাজ করবে, তেমনি মাইলেজও কমবে না।
Best Mileage Tips: গাড়ির ওজন কমান
আপনার গাড়িতে কখনই অপ্রয়োজনীয় জিনিস রাখা উচিত নয়, এতে ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে যা গাড়ির মাইলেজ কমিয়ে দেয়।
Car Tips: ক্রুজ কন্ট্রোল ব্যবহার করুন
হাইওয়েতে গাড়ি চালানোর সময় আপনাকে অবশ্যই আপনার গাড়িতে ক্রুজ কন্ট্রোল বৈশিষ্ট্যটি ব্যবহার করতে হবে। এটি আপনাকে গাড়িতে একটি অভিন্ন গতি বজায় রাখতে সাহায্য় করবে। যা আপনাকে গাড়ি বা বাইকের মাইলেজ আরও বাড়াতে সাহায্য় করবে।
Best Mileage Tips: এই বিষয়গুলো মাথায় রাখুন
মনে রাখবেন, ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি অটোমেটিক ট্রান্সমিশন গাড়ির থেকে বেশি মাইলেজ দিতে সক্ষম। এছাড়াও, এক মিনিটের বেশি ট্র্যাফিকের মধ্যে দাঁড়িয়ে থাকলে ইঞ্জিনটি বন্ধ রাখলে বেশি মাইলেজ পাবেন চালক।
Fixed Deposit Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, পাবেন ৮.৫ শতাংশ
Car loan Information:
Calculate Car Loan EMI