Small-Cap Stock: রিটার্নের কথা ভাবলে চমকে যেতে হয়। ৪ বছরের মধ্যে ৫২০০ শতাংশ ! স্মল ক্যাপ স্টকে এসেছে বিপুল রিটার্ন। এই স্টক যদি ৪ বছর আগে আপনার কেনা থাকত, এমনকী এই স্টকে ৪ বছর আগে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তবে আজকের দিনে আপনি হাতে হাতে ৫ লাখ টাকা রিটার্ন পেতেন। ভাবতে পারেন ? শেয়ার বাজারে (Multibagger Share) এমন বহু মাল্টিব্যাগার স্টক আছে, যেগুলি খুব কম সময়ের মধ্যে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। তবে এই শেয়ার মাত্র ৪ বছরে বিনিয়োগকারীদের টাকা ৫ গুণ বাড়িয়ে দিয়েছে। কোন শেয়ার ? আপনার কেনা আছে কি ?
সংস্থা কী করে
সংস্থার নাম জেনসোল ইঞ্জিনিয়ারিং (Gensole Engineering)। সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলির উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ারিং, নির্মাণ-সহ একাধিক পরিষেবা প্রদান করে জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার পর থেকেই বিপুল বৃদ্ধি দেখা গিয়েছে শেয়ারের (Multibagger Share) দামে। ইঞ্জিনিয়ারিং, প্রোকিওরমেন্ট এবং কনস্ট্রাকশান অর্থাৎ সংক্ষেপে ইপিসি ক্ষেত্রে পরিষেবা দেয় এই সংস্থা।
সংস্থার শেয়ারের প্রকৃতি
জেনসোল ইঞ্জিনিয়ারিং-এর শেয়ারে ৬২.৫৯ শতাংশ স্টেক রয়েছে প্রোমোটারদের কাছে, অন্যদিকে ৩৭.৪১ শতাংশ স্টেক রয়েছে পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে। শুক্রবারের বাজারে ৪.৩৫ শতাংশ কমে ১১১১.৯৫ টাকায় বন্ধ হলেও গত ১ মাসে এই শেয়ারের (Multibagger Share) দাম বেড়ে গিয়েছে ৩৩.৩২ শতাংশ। তিন মাসে এই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারে বিনিয়োগ করলে আপনি ৩৬.৪৩ শতাংশ রিটার্ন পেতেন। অর্থাৎ আপনার ১০ হাজার টাকা বিনিয়োগে এই শেয়ারে পেতেন ১৩৬৪৩ টাকা।
১ বছরে এই কোম্পানির শেয়ারে রিটার্নের পরিমাণ ২৪৯.১৪ শতাংশ। আর তিন বছরের হিসেব করলে দেখা যাবে জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ে বিনিয়োগ করে আপনি ৪৪৭৭.৮৯ শতাংশ রিটার্ন পেতেন। আর চার বছরে আপনার মাত্র ১০ হাজার টাকা এই শেয়ারে বিনিয়োগ করলে আজকের দিনে আপনি ৫ লক্ষ টাকা রিটার্ন পেতেন।
৯০০ কোটি টাকা উঠেছে বাজার থেকে
কিছুদিন আগেই ৭ ফেব্রুয়ারি জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইকুইটি শেয়ার বণ্টনের মাধ্যমে বাজার থেকে মোট ৯০০ কোটি টাকা তুলেছে এই শেয়ার (Multibagger Share)। এই সংস্থার ত্রৈমাসিকের দেখা গিয়েছে ডিসেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার নেট প্রফিট দাঁড়িয়েছে ১২.৩১ কোটি টাকা। এক বছর আগে এই একই ত্রৈমাসিকে সংস্থার প্রায় ১.৯০ কোটি টাকা ক্ষতি হয়েছিল।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: IREDA Share Price: ৩ দিনে ১৪ শতাংশ দাম কমেছে এই সরকারি সংস্থার শেয়ারে, এখন কিনলে লাভ ?