Stock Market: জয় বালাজী ইন্ডাস্ট্রিজের মিডক্যাপ শেয়ার বিগত ৫ বছরে ৩৬৬৪ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। মূলত লৌহ-ইস্পাত পণ্য উৎপাদনকারী এই সংস্থা এবার আরও বড় ঘোষণা করেছে বিনিয়োগকারীদের সুবিধের জন্য। এখন এই স্টকের দাম (Multibagger Stock) চলছে ৯০০ টাকা, এই সংস্থা ১:৫ অনুপাতে শেয়ার স্প্লিটের কথা ঘোষণা করেছে। সংস্থার বাজার (Stock Market) মূলধন এখন ১৬,৪৮৪.৩৮ কোটি টাকা। সংস্থা জানিয়েছে যে এর ১০ টাকা ফেসভ্যালুর শেয়ার মোট ৫টি স্টকে বিভক্ত হতে চলেছে।
১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারকে ২ টাকা ফেসভ্যালুর পাঁচটি শেয়ারে বিভক্ত করবে এই সংস্থা। আর এই স্টক স্প্লিটের জন্য রেকর্ড ডেট রয়েছে সংস্থার ১৭ জানুয়ারি। ২৩ ডিসেম্বর এই জয় বালাজী সংস্থার শেয়ারের দাম ৯০৩.৫০ টাকায় বন্ধ হয়েছে। এই সংস্থার শেয়ারের দাম ১.৬৮ শতাংশ পতন হয়েছে। গতকাল শেয়ারের দাম ৯২৩.৬০ টাকায় খুলেছে এবং ৯২৮.১৫ টাকায় উঠে গিয়েছিল শেয়ারের (Multibagger Stock) দাম। এই দিনে মোট ৩১৫৫টি শেয়ারের লেনদেন হয়েছে বাজারে।
বম্বে স্টক এক্সচেঞ্জে পাওয়া তথ্য অনুসারে, জয় বালাজী সংস্থা গত ২ বছরে ১৫৩২.৩২ শতাংশ রিটার্ন দিয়েছে, গত এক সপ্তাহে এই শেয়ারের দাম (Multibagger Stock) ৭ শতাংশ বেড়েছে। আবার গত তিন মাসে এই শেয়ারে ১৮ শতাংশ পতনও এসেছে। ইস্পাত ও ইস্পাত পণ্য, খনন ও শক্তি এবং ফেরো অ্যালয় ক্ষেত্রে সংস্থার ব্যবসা রয়েছে। এই তিন সেক্টরেই বাজারে চাহিদা বেশি তাই সংস্থার বৃদ্ধিও দ্রুত হয়েছে। টিমটি বার, পিগ আয়রন তৈরি করে এই সংস্থা। পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও রানিগঞ্জে এই সংস্থার কারখানা রয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mutual Fund: তিন বছরে দারুণ রিটার্ন, এই ৫ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড দিয়েছে বিপুল লাভ