Viral Video: বিশালাকার এক পাইথন ধরা পড়েছে মহারাষ্ট্রের থানে থেকে। সুবিশাল ওই পাইথন জড়িয়ে ছিল এক গাছের অনেক উঁচু ডালে। সেখান থেকেই সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। থানের বসন্ত বিহারের তুলসী ধাম এলাকা থেকে ওই মস্ত বড় পাইথনটিকে উদ্ধার করা হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাছের একটি মোটা ডালে পেঁচিয়ে রয়েছে মস্ত বড় পাইথনটি। নীচে জড়ো হয়েছে প্রচুর মানুষ। দমকল বিভাগের এক কর্মী উঁচু মই বেয়ে সাপটিকে উদ্ধার করতে উঠেছেন। আর একজন দমকল কর্মী গাছের ডাল থেকে কুণ্ডলীকৃত সাপটিকে নামিয়ে এনেছেন। নীচে তখন শোনা গিয়েছে, তুমুল চিৎকার। কিছুটা ভয়, আতঙ্ক তো ছিলই। তার পাশাপাশি সাপটিকে সফল ভাবে উদ্ধার করার জন্য দমকল কর্মীদের হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছে জনতা। দমকল বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মজুত ছিল ওই এলাকায়। সাপটিকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার দিকেও নজর রেখেছিলেন দমকল কর্মীরা এবং সেনাবাহিনী। প্রবাদে আছে যার শেষ ভাল তার সব ভাল। এক্ষেত্রেও সেটাই হয়েছে। বিশালাকার পাইথনটিকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। এলাকার কোনও লোকের কোনও ক্ষতিও হয়নি। 


দেখে নিন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিও 


 







ইনস্টাগ্রামের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, বেশিরভাগ পাইথন গাছেই থাকে। এটা ওদের বাসস্থান। ওখান থেকে সাপটিকে সরানোর ঘটনাকে 'উদ্ধার' বলছেন? অনেকে আবার ক্ষোভ উগরে দিয়েছেন ভিড় করা জনতার প্রতি। এমন পরিস্থিতিতে কেন এত লোক ওখানে ভিড় করেছেন, সেই প্রশ্নই উঠেছে। কোনও কাজ নেই তাই এভাবে ভিড় করেছেন। বেকারত্ব যে চরম সীমায় পৌঁছেছে তা স্পষ্ট। লোকজনের হাততালি, চিৎকার, সিটি বাজানো শুনে নেটিজেনরা বলছেন, এটা কোন টেলিভিশনের অনুষ্ঠান নয় যে এভাবে আচরণ করতে হবে। কীভাবে এমন কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ এত লোক করতে পারে, তাই নিয়েই ঊষ্মা প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।  


আরও পড়ুন- 'এক্সকিউজ মি সাইড প্লিজ', মুখ ফুটে বলতেই পারল না 'লাজুক' পেঙ্গুইন, রইল মন ভাল করা ভাইরাল ভিডিও 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।