কলকাতা: বিভিন্ন সময় বিভিন্ন খবর ভাইরাল হয় তাতে দেখা যায় কোনও ব্যক্তি নিয়মিত কিছু টাকা বিনিয়োগ করেই কয়েকবছর পরে কোটি (Crores of Rupees) টাকার মালিক হয়ে গিয়েছেন। ইদানিং শর্টস, রিলসে অনেকেই এমন দাবি করেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা SIP-এর মাধ্যমে নিয়মিত বিনিয়োগ (SIP) করে গেলে নির্দিষ্ট বছর পরে হাতে আসবে কোটি টাকা। কিন্তু আদতে এটা কী সম্ভব? সত্যিই কি মাসে মাসে কিছু টাকা বিনিয়োগ করে গেলে কয়েক বছর পরে কোটি টাকা হাতে আসে?


একাধিক মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সংস্থা এমন দাবি করে থাকে পোস্টে। এই দাবির সপক্ষে তারা একটা সূত্রের কথাও বলে। সূত্রটির নাম 15x15x15 rule. একাধিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (asset management companies) বা AMC এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এই ফর্মুলায় বিনিয়োগের কথা বলে। 


কোটিপতি হওয়ার ফর্মুলা?
15x15x15 rule- এর অর্থ, ১৫ বছর ধরে প্রতিমাসে ১৫০০০ টাকা করে বিনিয়োগ করে যেতে হবে ভাল কোনও মিউচুয়াল ফান্ডে। যদি ধরে নেওয়া হয় যে গড় রিটার্ন (Average Return) ১৫ শতাংশ। তাহলে ১৫ বছর পরে তহবিলের পরিমাণ কোটি ছুঁয়ে ফেলতে পারে।


Nippon India Mutual Fund-একটি ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, 'যদি প্রতিমাসে ১৫ হাজার টাকা করে মিউচুয়াল ফান্ডে ১৫ বছর ধরে বিনিয়োগ করা যায় এবং গড়ে ১৫ শতাংশ রিটার্ন হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদের (compound interest) হিসেবে ১৫ বছর পরে তহবিলের পরিমাণ দাঁড়াবে ১ কোটি টাকা।


চলতি বছরের মার্চে, মোতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ডের একটি ব্লগ পোস্টে এরকমই একটি প্ল্যান দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, ১৫ বছর পরে বিনিয়োগ করা রাশির পরিমাণ দাঁড়াবে ২৭ লক্ষ টাকা। চক্রবৃদ্ধি রিটার্নে লাভের পরিমাণ হবে ৭৪ লক্ষ টাকার মতো। ফলে মোট তহবিলের পরিমাণ দাঁড়াবে ১ কোটি টাকা।


যেহেতু এই বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ (Subject to Market Risk)। তাই কোনও বছরে যেমন ২০ শতাংশ লাভ হতে পারে, তেমনই কোনও বছরে নেগেটিভ হতে পারে ফান্ডের গ্রোথ। তাই গড়ে একটি লাভের হিসেব দেখানো হয়েছে। অনেক বিশেষজ্ঞই বলে থাকেন, সাধারণত দীর্ঘমেয়াদে বাজার উপরের দিকেই ওঠে। যদিও যে কোনও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই বিনিয়োগ নিয়ে ঝুঁকি থেকে যায়, যদিও সেসব এড়ানোর জন্য নানা সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া যায়। তবে কোটিপতি হতে গেলে এটুকু ঝুঁকি কেউ ইচ্ছে করলে নিতেই পারেন।


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: SIP -তে বিনিয়োগ করতে চান ? কী কী জানতেই হবে?