শিলিগুড়ি : GTA ও শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ জুন নির্বাচন হবে। GTA-র ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৪টে। আর শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


১০ বছর পর ফের GTA’র নির্বাচন হতে চলেছে পাহাড়ে । আর তা নিয়ে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ফের বদলানোর ইঙ্গিত ! তৃণমূল যখন GTA-র ভোটের পক্ষে, তখন কিছুদিন আগেই, পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট করে পুরভোটে লড়া বিমল গুরুং, GTA’র ভোটের বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসেন !  


আরও পড়ুন ; ' ট্রেনি সভাপতি সুকান্ত ' ... ' ফেসবুক উঠে গেলে বিজেপি উঠে যাবে' ফের বিঁধলেন কুণাল


বিমল গুরুং যেমন GTA ভোটের বিরোধিতা করছে, তেমনই বিজেপির গলাতেও একই সুর । সেই কারণেই চড়ছে বিতর্ক। এই প্রসঙ্গে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি বলেছেন, ' GTA পাহাড়ের সমস্যার সমাধান নয়। ত্রিস্তরীয় পঞ্চায়েতেই সমস্যার সমাধান হবে। এ নিয়ে পরে আদালতে যাব কি না জানাব। ' 


বিমল-বিজেপি আরও কাছাকাছি !


আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ২০২৪’র লোকসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে বিজেপি ও বিমল গুরুং?  তৃণমূলের সঙ্গে কি গুরুংয়ের দূরত্ব তৈরি হচ্ছে ? যদিও বিমলের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন দার্জিলিয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।


তাঁর বক্তব্য, "এখনও পর্যন্ত আমার সঙ্গে কোনও কথা হয়নি। বিমল গুরুঙ্গই হোন বা অন্য কোনও নেতা বা পার্টি, যিনি গোর্খাদের জন্য ভাববেন, তিনি GTA-র বিরুদ্ধে থাকবেন, এটা আমি বলতে পারি। আর বিমল গুরুঙ্গকে নিয়ে প্রশ্নের উত্তরে আমি বলতে পারে, কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু তাও আমাদের এমন অনেক নেতা আছেন, ওঁর থেকে অনেক ভাল, এটা আমি বলতে পারি।"