Bank Customers: গতকাল সোমবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে জালিয়াতির খবরে সমস্ত আমানত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ব্যাঙ্কের গ্রাহকরা এবার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্ট (New India Co-Operative Bank) থেকে তুলতে পারবেন। ২৭ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই সিদ্ধান্তের ফলে অনেক গ্রাহকই স্বস্তি পেয়েছেন। এর মাধ্যমে এই কো-অপারেটিভ ব্যাঙ্কের (Bank Customers) ৫০ শতাংশ গ্রাহক টাকা তুলতে পারবেন অ্যাকাউন্ট থেকে। ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা এটিএমের মাধ্যমে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা, নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতি জারি করে বলেছে, 'ব্যাঙ্কের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে ব্যাঙ্কের লিকুইডিটি পজিশন সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাঙ্কের গ্রাহকরা এখন থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হবে। এর মাধ্যমে ব্যাঙ্কের ৫০ শতাংশেরও বেশি গ্রাহক তাদের সমস্ত টাকা তুলে নিতে পারবেন, আর বাকিরা তাদের জমানো টাকার মধ্যে থেকে ২৫ হাজার টাকা তুলতে পারবেন। ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা কোনো এটিএম থেকে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা।'

১৩ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয় যে এই ব্যাঙ্ক থেকে আর টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। ব্যাঙ্কের উপর চলছিল কড়া নজরদারি। আর এই ঘটনার কারণে বহু গ্রাহক ভয়ে ব্যাঙ্কের শাখার সামনে ভিড় করেন। টাকা ফেরতের দাবিতে স্লোগান তোলেন অনেকেই। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে আগামী ৬ মাস পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে এই ব্যাঙ্কের উপরে। আর এই নিষেধাজ্ঞা জারির সময় রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছিল ব্যাঙ্কের বর্তমান লিকুইডিটি ফ্যাক্টর বিচার করে এই ব্যাঙ্ক থেকে কোনও গ্রাহককেই টাকা তোলার অনুমতি দেওয়া হয়নি।

এই ব্যাঙ্কের চিফ অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশ প্রবীণ মেহতার নামে। পুলিশসূত্রে জানা গিয়েছে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ হয়েছে, হিতেশ প্রবীণ ছাড়াও এই জালিয়াতিতে আরও একজন ব্যক্তি জড়িত রয়েছে। 

আরও পড়ুন: Adani Group: ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এই রাজ্যে, বাড়বে কর্মসংস্থান; বড় ঘোষণা আদানির