কলকাতা: ভারতে লঞ্চ হয়েছে মারুতি সুজুকির নতুন গাড়ি Maruti Brezza 2022। এই কমপ্যাক্ট এসইউভির (Compact SUV) দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। মোট চারটি ভ্যারিয়েন্ট Lxi, Vxi, Zxi এবং Zxi+ লঞ্চ হয়েছে দেশে। আকার-আয়তনের দিক থেকে মারুতি সুজুকির (Maruti Suzuki) এই নতুন মডেল ৩৯৯৫ মিলিমিটার লম্বা, ১৭৯০ কিলোমিটার চওড়া এবং ১৬৮৫ মিলিমিটার উঁচু। এর পাশাপাশি ২৫০০ মিলিমিটারের হুইলবেস রয়েছে Maruti Brezza 2022 গাড়িতে।  


ডিজাইন- নতুন জেনারেশনের মারুতি ব্রেজা কমপ্যাক্ট এসইউভিতে রয়েছে স্লিম গ্রিল এবং নতুন হেডল্যাম্প। এছাড়াও রয়েছে নতুন ফ্রন্ট বাম্পার ডিজাইন। সাইড বা পাশ থেকে দেখলে নতুন Brezza গাড়ি আগের মডেলের মতোই দেখতে লাগবে। তবে নতুন গাড়িতে আধুনিক কিছু প্রযুক্তি যুক্ত হয়েছে। এখানে ১৬ ইঞ্চির নতুন অ্যালয় হুইলও রয়েছে। গাড়ির পিছনের অংশে রয়েছে স্লিম ডিজাইনের LED Tail Lamp। এছাড়াও রয়েছে একটি নতুন বাম্পার।


গাড়ির ভিতরের অংশ বা কেবিন- 2022 Maruti Brezza গাড়ির ভিতরের অংশের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। আগের তুলনায় এখনকার কেবিন ডিজাইন অনেক উন্নত ও আধুনিক। গুনমানেও এইসব ফিচার অনেক এগিয়ে রয়েছে। স্টিয়ারিং হুইলের লুক এবং ডিজাইনেও এসেছে বদল। অনেকটা ব্যালেনো মডেলের মতো এই গাড়ির স্টিয়ারিং হুইল। এছাড়াও রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। Smartplay Pro+ সাপোর্ট রয়েছে এই সিস্টেমের মধ্যে। ৪০- এর বেশি সংখ্যক Connected Car Technology রয়েছে।


অন্যান্য ফিচার- সেফটি ফিচার হিসেবে মারুতি সুজুকির এই নতুন গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ। এছাড়াও এই গাড়িতে রয়েছে একটি ইলেকট্রিক সানরুফ এবং ক্লাইমেট কন্ট্রোল ফিচার।

ইঞ্জিন- ১.৫১ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে 2022 Maruti Brezza কমপ্যাক্ট এসইউভি মডেলে। এর সঙ্গে রয়েছে একটি নতুন ৬ স্পিড অটোম্যাটিক টর্ক কনভার্টার। তার সঙ্গে রয়েছে প্যাডেল শিফটার। এছাড়াও রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু, কিয়া সনেট- এইসব গাড়ির সঙ্গে জোরদার পাল্লা দিতে পারে এই মারুতি সুজুকি ব্রেজা ২০২২ মডেল।


আরও পড়ুন-৩০ জুলাই বুকিং শুরু, প্রতিযোগীদের থেকে কেন এগিয়ে নতুন স্করপিও ?