নয়াদিল্লি: স্কুটার বুক করে বসে থাকার দিন শেষ। আজ ৮ সেপ্টেম্বর শুরু হয়ে গেল ওলা ইলেকট্রিক স্কুটারের বিক্রি(Ola Electric scooter)। এবার থেকে চাইলেই স্কুটারের হোম ডেলিভারি নিতে পারবেন ক্রেতা। তবে পুরোটাই হবে অনলাইনে।


Ola electric scooter-এর দাম
গত ১৫ অগাস্ট স্কুটারের লঞ্চ করে কোম্পানি। আগে কেবল ৪৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়। প্রতিটি রাজ্যের FAME সাবসিডির ভিত্তিতে Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি। ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। 


এই ৫ ধাপে হোম ডেলিভারি হবে Ola electric scooter-এর


আপনি যদি স্কুটারের বুকিং প্রাইস আগেই দিয়ে থাকেন তাহলে প্রথমে অফিশিয়াল সাইটে যান। এবার সেখানে নিজের রেজিস্টার্ড ফোন নম্বর দিয়ে লগ ইন করুন। রঙের পাশাপাশি কোন ভ্যারিয়েন্ট নেবেন তা পছ্ন্দ করুন। কেউ যদি আগে বুক না করে থাকেন তাহলে ৪৯৯ টাকা দিয়ে ওলা ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন।


বুকিংয়ের সময় পছন্দসই রং বাছলেও ফের ক্রেতাদের জন্য স্কুটারের রং পছন্দের সুযোগ করে দিচ্ছে কোম্পানি। ভ্যারিয়েন্টের পাশাপাশি ১০ রঙের মধ্যে স্কুটার পছন্দ করে নিশ্চিত করতে হবে ক্রেতাকে। 


তৃতীয় ধাপে রয়েছে পেমেন্ট ট্যাব। এখানে বুকিংয়ের পর বাকি টাকা জমা দিতে হবে ক্রেতাকে। স্কুটার মাসিক কিস্তিতে নিতে চাইলে Ola S1 মডেলের জন্য ২৯৯৯টাকা থেকে শুরু হচ্ছে অপশন। পাশাপাশি Ola S1 Pro electric scooter কিনতে মাসিক কিস্তি হিসাবে ৩১৯৯টাকা দিতে হবে।


স্কুটার কিনতে গিয়ে ফিন্যান্স নিতে পারবেন IDFC First Bank, HDFC ও TATA Capital থেকে।মিনিটের মধ্যেই HDFC Bank-এর প্রি অ্যাপ্রুভড লোন নিতে পারবেন ক্রেতারা। ওলা ইলেকট্রিক অ্যাপস থেকে এই লোন নিতে পারবেন আপনি।একইভাবে TATA Capital ও IDFC First Bank ডিজিটাল KYC-র মাধ্যমে ক্রেতাকে ওলা ইলেকট্রিক স্কুটার কেনার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করছে।


কোনও কারণে আপনি ফিন্যান্সে না গেলে সরাসরি গাড়িও কিনতে পারেন। সেই ক্ষেত্রে Ola S1-এর জন্য ২০,০০০টাকা ও Ola S1 Pro -এর জন্য অগ্রিম ২৫,০০০টাকা দিতে হবে আপনাকে। বাকি টাকাটা কোম্পানি ইনভয়েসের মাধ্যমে দিতে হবে।


 কেনার সব বিষয় পরিষ্কার হয়ে গেল শেষে ক্রেতাকে একটা ডেলিভারি ডেট দেবে কোম্পানি। অক্টোবর থেকে চালু হবে এই ডেলিভারির তারিখ। আগামী মাস থেকেই টেস্ট ড্রাইভ করা যাবে স্কুটার।


আরও পড়ুন : Top 5 Electric Scooters: ওলা দেখে 'লাফাচ্ছেন'! জানেন এক চার্জে কত মাইলেজ দেয় এই পাঁচ ইলেকট্রিক স্কুটার ?


আরও পড়ুন : Ola Electric scooter : 'রিভার্স মোড'-এর সুবিধা, উল্টো দিকেও চলতে পারে Ola Electric scooter