Online Payment: পণ্য ও পরিষেবা কর কাউন্সিলের একটি বৈঠক আয়োজিত হওয়ার কথা রয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। এই বৈঠকে বিলডেস্ক ও সিসিএভিনিউয়ের মত পেমেন্ট এগ্রিগেটর (Online Payment) কোম্পানির উপর ১৮ শতাংশ জিএসটি আরোপের কথা ঘোষিত হতে পারে। এই সিদ্ধান্ত মঞ্জুর করা হলে ডেবিট ও ক্রেডিট কার্ডের (GST Council) মাধ্যমে ২ হাজার টাকার কম পেমেন্ট করলেও তাদের জিএসটি দিতে হতে পারে। এখনকার নিয়ম অনুসারে ছোটখাটো লেনদেনের উপর এই এগ্রিগেটর সংস্থাগুলিকে ছাড় দেওয়া হয়েছে জিএসটির আওতা থেকে। জিএসটি ফিটমেন্ট প্যানেল বিশ্বাস করে এই সংস্থাগুলিকে ব্যাঙ্কের ক্যাটাগরিতে রাখা যাবে না কোনওভাবেই।


৮০ শতাংশ ডিজিটাল পেমেন্ট হয় ২ হাজার টাকার কমে


সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে জিএসটি ফিটমেন্ট প্যানেলের ধারণা পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর জিএসটি আরোপ করা উচিত। ফলে দেশের সমস্ত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর বড় ধাক্কা আনতে পারে এই সিদ্ধান্ত। বর্তমানে দেশে মোট ডিজিটাল পেমেন্ট লেনদেনের ৮০ শতাংশের মূল্যই থাকে ২ হাজার টাকার কম। ২০১৬ সালে নোটবন্দির সময় জারি হওয়া একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে পেমেন্ট এগ্রিগেটররা ছোটখাটো লেনদেনে ব্যবসায়ীদের যে পরিষেবাগুলি দিয়ে থাকে তার উপর কর আরোপে বাধা দেওয়া হয়েছিল।


০.৫ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত ফি নেওয়া হয়


পেমেন্ট এগ্রিগেটররা বর্তমানে প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে ০.৫ শতাংশ থেকে ২ শতাংশ ফি চার্জ করে। যদি জিএসটি কার্যকর করা হয়, তবে সেই ব্যবসায়ীদের ক্ষেত্রে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে। বর্তমানে পেমেন্ট এগ্রিগেটররা ২ হাজার টাকার কম লেনদেনে কোনও জিএসটি ধার্য করে না। কিউআর কোড, পিওএস মেশিন, নেট ব্যাঙ্কিংয়ের মত অনেক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধে দেয়। জিএসটি আরোপ হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বিরূপ প্রভাব পড়বে। তাদের বেশিরভাগ লেনদেনই ২ হাজার টাকার কম। যদি একজন ব্যবসায়ীকে বর্তমানে ১ শতাংশ গেটওয়ে ফি সহ ১০ টাকা দিতে হয়, তাহলে জিএসটি কার্যকর হলে তাঁকে দিতে হবে ১১.৮০ টাকা।


ডেবিট ও ক্রেডিট কার্ড পেমেন্টেই প্রযোজ্য হবে জিএসটি


বর্তমানে UPI ডিজিটাল পেমেন্টের বড় উপায় হয়ে উঠেছে। ২০২৪ সালে বার্ষিক ভিত্তিতে ইউপিআই লেনদেন বৃদ্ধি পেয়েছে ৫৭ শতাংশ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআইয়ের শেয়ার ৮০ শতাংশে পৌঁছেছে। জানা গিয়েছে জিএসটি প্রযোজ্য হলে তা শুধুমাত্র কার্যকর হবে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টের ক্ষেত্রে।  



আরও পড়ুন: HDFC Bank: ঋণের উপর সুদ বাড়াল HDFC ব্যাঙ্কও, EMI দিতে পকেটে টান পড়বে এবার ?