Aadhaar Card Update: আর হাতে রয়েছে কিছু ঘণ্টা। আজই শেষ হবে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ সম্ভবত বাড়াতে পারে সরকার। এখনও পর্যন্ত উভয় নথি লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন রাখা হয়েছে।


Income Tax Return: কী বলছেন বিশেষজ্ঞরা ?
দুই কার্ড লিঙ্কের সময়সীমা বৃদ্ধি নিয়ে SAG ইনফোটেকে ম্যানেজমেন্টের ডিরেক্টর অমিত গুপ্তা বলনে, '' ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিলের সময়সীমা ৩১ জুলাই নির্ধারিত হলেও অনুমান করা হচ্ছে সহজেই এই সময়সীমার মধ্যে সবাই আয়কর জমা দিতে পারবে না। তাই আইটিআর ফাইলিংয়ের কথা মাথায় রেখে প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো উচিত।


PAN Aadhaar Link: এখনও পর্যন্ত কত প্যান-আধার লিঙ্ক হয়েছে
পাশাপাশি গুপ্তা জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুসারে, ইস্যু করা প্যান কার্ডের সংখ্যা ৬১০ মিলিয়ন ছাড়ালেও আধারের সঙ্গে সফলভাবে লিঙ্ক করার সংখ্যার মধ্যে বড় পার্থক্য রয়েছে।  যা 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৪৮০ মিলিয়নে দাঁড়িয়েছে। এই পার্থক্য মেটাতে করদাতাদের ছাড় দেওয়া উচিত সরকারের। সেই ক্ষেত্রে ৩০ দিনের সীমিত মেয়াদ বাড়ানোর কথা ভাবা যেতে পারে। এই অতিরিক্ত সময়সীমা কার্ড হোল্ডারদের প্যান-আধার লিঙ্কিং প্রক্রিয়াটি পূরণ করতে সক্ষম করবে। 


PAN-Aadhaar Linking: 
আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর বিভাগ। এর জন্য করদাতাদের মাত্র ৩০ জুন পর্যন্ত সময় দেওয় হয়েছে। সময়সীমা পর্যন্ত আধারের সাথে লিঙ্ক না করা হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এ ছাড়া করদাতাকে অনেক লোকসানও বহন করতে হতে পারে। তবে কিছু নাগরিকের এই সব বিষয়ে চিন্তা করার দরকার নেই।


UIDAI Update: সময়সীমার পর এই ক্ষতি
আয়কর আইন 1961-এর অধীনে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। সময়সীমার মধ্যে অর্থাৎ 30 জুন 2023 এর মধ্যে প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হলে অনেক ক্ষতি হতে পারে। প্রথমত, ৩০ জুনের পর অর্থাৎ ১ জুলাই থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। প্যান ও আধার লিঙ্ক না থাকলে করদাতার আয়কর রিটার্ন আটকে রাখা হবে। আরেকটি বড় অসুবিধা হল আপনার থেকে বেশি TCS ও TDS চার্জ করা হবে।


আরও পড়ুন: HDFC-HDFC Bank Merger: একত্রীকরণের পর আমেরিকা, চিনকে টেক্কা ! বিশ্বের সেরা মূল্যবান ব্যাঙ্কের তালিকায় HDFC