কলকাতা: শাস্তির খাঁড়ায় হোঁচট খেয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যাবতীয় কাজ। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যাবতীয় কাজকর্মের মেয়াদ এই বছরের ১৫ মার্চ। তারপরে আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কাজ করবে না। এর ফলেই FASTag পরিষেবাও আর দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। অথরাইজড FASTag পরিষেবা দেওয়ার তালিকা থেকে সরানো হয়েছে Paytm Payments Bank (PPBL)-কে।


ভারতে হাইওয়ে দিয়ে যাতায়াতের সময় সহজে ডিজিটাল পদ্ধতিতে টোল দেওয়ার পদ্ধতি হচ্ছে ফাস্ট্যাগ (FASTag)। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)- এই টোল ট্যাক্সের বিষয়টি দেখভাল করে। এরা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি (RFID) প্রযুক্তি ব্যবহার করে টোল আদায় করে। এর ফলে টোল গেট দিয়ে না থেমেই বেরিয়ে যেতে পারে গাড়িগুলি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় টোল ট্যাক্সের টাকা।


 NHAI-এর একটি শাখা Indian Highways Management Company Ltd (IHMCL)- টোল আদায়ের কাজটি করে থাকে। সম্প্রতি এই সংস্থার তরফে যাত্রীদের জানানো হয়েছে যে ৩২টি অথরাইজড ব্যাঙ্ক থেকে FASTag কিনতে, যে তালিকায় নেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক।


৩১ জানুয়ারি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক PPBL-কে নির্দেশ দিয়েছিল, তারা যেন কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট, FASTag-এ ২৯ ফেব্রুয়ারির পরে কোনও অর্থরাশি জমা না নেয়। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে RBI জানিয়েছে, পেটিএম FASTag-এর অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটা টোল দেওয়ার জন্য ব্যবহার করা যাবে, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু ওই অ্যাকাউন্টে চলতি বছরের ১৫ মার্চের পরে আর কোনও টাকা ঢোকানো যাবে না। এর ফলেই যাঁরা পেটিএম -এর FASTag ব্যবহার করছেন তাঁরা ১৫ মার্চের আগে যেন অন্য Fastag নিয়ে নেন সেই পরামর্শ দেওয়া হয়েছে।



কোথা থেকে নেওয়া যেতে পারে FASTag পরিষেবা?


৩১টি অনুমোদনপ্রাপ্ত ব্যাঙ্কের তালিকা রয়েছে যেখান থেকে এই পরিষেবা নেওয়া যেতে পারে। এগুলির মধ্যে রয়েছে--
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্ক প্রভৃতি। এছাড়াও রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক, কারুক বৈশ্য ব্যাঙ্ক, ইন্ডাশইন্ড ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক- প্রভৃতি।


আরও পড়ুন: চিটফান্ড মামলায় ED-তলব TMC কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে