Fuel Price:  জানুয়ারি মাসেই শোনা যাচ্ছিল ভোটের আগে আগে দাম কমবে জ্বালানি তেলের। সামনেই লোকসভা ভোট, কিন্তু এখনও সেভাবে দাম কমতে দেখা যায়নি পেট্রোল-ডিজেলের। তবে একাধিক শহরে তেলের দামে (Petrol Diesel Price) অনেকটা হেরফের ঘটেছে। কোথাও দাম কমেছে, কোথাও আবার বেড়েছে। প্রতিদিন ভোর ৬টায় সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি তাঁদের সেদিনের রেট প্রকাশ করে। দাম কমে-বাড়ে কিংবা একই থাকে। আজ ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার দেশজুড়ে কোতহায় কত দর চলছে জ্বালানি তেলের ?


কলকাতায় আজ রেট কত


কলকাতায় আজও দাম ১০০ পেরিয়ে। দামে কোনও হেরফের ঘটেনি। লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা।


অন্যান্য শহরে কোথায়, কত দাম পেট্রোল-ডিজেলের



  • দিল্লিতে আজ শনিবারে পেট্রোলের লিটার প্রতি দাম (Petrol Diesel Price) ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।

  • চেন্নাইতে আজ সামান্য দাম বেড়েছে। পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ১০২.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৫.২৫ টাকা।

  • মুম্বইতেও একই আছে দাম। পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।


কোথায় দাম বাড়ল



  • উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে আজ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ১২ পয়সা বেড়ে হয়েছে ৯৬.৫৯ টাকা এবং ডিজেলের দামও বেড়েছে লিটারে ১২ পয়সা। আজ লক্ষ্ণৌতে ডিজেলের দাম ৮৯.৭৮ টাকা।

  • ফরিদাবাদেও আজ পেট্রোল-ডিজেলের দাম চড়েছে। লিটারে ২৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭.৪৯ টাকা এবং ডিজেলের দাম হয়েছে লিটারে ৯০.৩৫ টাকা।


কোথায় কমেছে দাম


উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে আজ দাম (Petrol Diesel Price) খানিক কমতে দেখা গিয়েছে। এখানে এদিন পেট্রোলের দাম লিটারে ৭ পয়সা কমে হয়েছে ৯৬.৫৮ টাকা এবং ডিজেলের দামও ৭ পয়সা কমে হয়েছে ৮৯.৭৮ টাকা।


কী কী কারণে দামে হেরফের হয় জ্বালানি তেলের


অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে বাড়লে বা কমলে দেশে পেট্রোল-ডিজেলের দামও বাড়ে বা কমে।


অন্যদিকে ভারতীয় মুদ্রা ও মার্কিন ডলারের বিনিময় হারে বদল হলেও এই দাম বদল হয়।


এছাড়া কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের আরোপিত করের পরিমাণের উপর নির্ভর করে এই দামের হেরফের।


আবার জ্বালানি তেলের চাহিদা বাড়লেও অনেকসময় দাম বাড়তে দেখা যায় দেশজুড়ে।


আরও পড়ুন: Mutual Fund: এই ফান্ডে বিনিয়োগে ১০ বছরে পেতেন ৭ গুণ রিটার্ন , ১ লাখ হত ৭ লাখ