![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol Diesel Price: ৬ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, ইদের পরে কলকাতায় কত দর চলছে ?
Petrol Price Today: প্রতিদিনই তেলের দাম ওঠানামা করে। কলকাতায় যদিও দাম (Petrol Rate Today) আজও ১০০ পেরিয়ে, বহুদিন ধরেই একই আছে দাম। তবে বাংলার বেশ কিছু জেলায় আজ ১৮ জুন দাম কমল পেট্রোল ডিজেলের।
![Petrol Diesel Price: ৬ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, ইদের পরে কলকাতায় কত দর চলছে ? Petrol Diesel Price Today check New Rates on 18 June India Petrol Diesel Price: ৬ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, ইদের পরে কলকাতায় কত দর চলছে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/178dc48c2e94a0f77182be6be8feecc01718685591261900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Fuel Price Today: দেশে বিভিন্ন কারণের উপর একেক রাজ্যে একেক রকম দাম হয়ে থাকে পেট্রোল, ডিজেলের। মালবাহী কর, মূল্য সংযোজন কর ইত্যাদি নানা করের কারণে পশ্চিমবঙ্গে যে দামে (Petrol Diesel Price) বিক্রি হয় জ্বালানি তেল, একই দাম মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশে দেখা যায় না। আবার প্রতিদিনই তেলের দাম ওঠানামা করে। কলকাতায় যদিও দাম (Petrol Rate Today) আজও ১০০ পেরিয়ে, বহুদিন ধরেই একই আছে দাম। তবে বাংলার বেশ কিছু জেলায় আজ ১৮ জুন দাম কমল পেট্রোল ডিজেলের (Fuel Price Today)। তবে অন্যদিকে দেশের বেশ কিছু রাজ্যেও দামে হেরফের হয়েছে।
কলকাতার পেট্রোল ডিজেলের দাম একই আছে
কলকাতায় আজ মঙ্গলবার পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
অন্য চার মহানগরে কোথায় কত দাম
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৪ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৫ টাকা।
বাংলার কোন জেলায় দাম কমল আজ
হাওড়ায় পেট্রোলের লিটার প্রতি দাম ৩৮ পয়সা কমে হল ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৩৫ পয়সা কমে হল ৯০.৭৬ টাকা।
হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম ১৭ পয়সা কমে হল ১০৪.২৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১৬ পয়সা কমেছে আজ, এখন দাম ৯১.০৬ টাকা।
জলপাইগুড়িতে পেট্রোলের লিটার প্রতি দাম ২৪ পয়সা কমে হল ১০৩.৯৩ টাকা এবং ডিজেলের দাম লিটারে ২২ পয়সা কমে হল ৯০.৭৪ টাকা।
উত্তর ২৪ পরগনায় আজ ২৮ পয়সা কমেছে পেট্রোলের দাম, এখন লিটারে ১০৪.২৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২৭ পয়সা কমেছে, এখন দাম ৯১.০৩ টাকা।
পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম লিটারে ১৭ পয়সা কমে হয় ১০৪.৪২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ১৫ পয়সা কমেছে ৯১.১৭ টাকা।
পূর্ব বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম ২ পয়সা কমে হল ১০৪.৩২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.১১ টাকা।
আরও পড়ুন: HAL Stock Price: মঙ্গলবার আজ ছুটবে HAL এর স্টক, রয়েছে দারুণ খবর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)