Fuel Price: ২০২৪-এর লোকসভা নির্বাচন সামনেই। তার আগে কি দেশে পেট্রোল-ডিজেলের দাম কমবে ? অনেকেই মনে করছেন দাম কমার ইঙ্গিত স্পষ্ট, তবে এখনও প্রতিদিনের ওঠানামা ব্যতিরেকে সেভাবে দাম কমতে দেখা যায়নি। আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার নয়ডায় সামান্য দাম (Petrol Diesel Price) কমেছে, বিহারে আবার বেড়ে গিয়েছে জ্বালানি তেলের দাম। তবে রাজ্যে এখনও দাম ১০০ পেরিয়ে। ডিজেলের দামে কি হেরফের হল খানিক ?
বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম (Petrol Diesel Price) এখন ব্যারেল প্রতি ৮২ ডলার ছাড়িয়েছে। আর এই দামের উপর ভিত্তি করেই প্রতিদিঞ্জ ভোর ছ'টায় তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের সেদিনের দাম ঘোষণা করে। ভারতে এক একটি রাজ্যে পেট্রোল ও ডিজেলের এক একরকম দাম থাকে। জ্বালানির উপর কেন্দ্র ও রাজ্যের তরফে আলাদা আলাদা কর রয়েছে। এক একটি রাজ্যে এক একরকম করের পরিমাণ বলে দামের পার্থক্য হয়ে থাকে।
কলকাতায় আজ দাম কত পেট্রোল-ডিজেলের ?
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটারে একই থেকে গিয়েছে।
অন্য শহরে কত দাম ?
- দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৬২ টাকা।
- মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৭ টাকা।
- চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা প্রতি লিটারে রয়ে গেছে।
কোথায় কমল দাম ?
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি নয়ডায় পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ৪১ পয়সা কমে হয়েছে ৯৬.৫৯ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৩৮ পয়সা দাম কমে হয়েছে ৮৯.৭৬ টাকা।
কোথায় বাড়ল দাম ?
- বিহারের রাজধানী পাটনায় আজ দাম খানিক বেড়েছে। এদিন পেট্রোলের দাম লিটারে ৩০ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৫৪ টাকা এবং ডিজেলের দাম (Petrol Diesel Price) ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯৪.৩২ টাকা।
- গুরুগ্রামেও দাম বেড়েছে জ্বালানি তেলের। এখানে পেট্রোলের দাম ২০ পয়সা লিটারে বেড়ে হয়েছে ৯৬.৯৭ টাকা এবং ডিজেলের দামও ১৯ পয়সা বেড়ে হয়েছে ৮৯.৮৪ টাকা।
বাকি শহরে কেমন দাম ?
- লখনউতে পেট্রোলের দর প্রতি লিটার ৯৬.৫৬ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৭৫ টাকা।
- গাজিয়াবাদে পেট্রোল প্রতি লিটার ৯৬.৫৮ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৭৫ টাকা।
- জয়পুরে পেট্রোল প্রতি লিটার ১০৮.৪৮ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৩.৭২ টাকা
আরও পড়ুন: Bandhan Bank: টাটা মোটরসের সঙ্গে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক