Petrol Pump Free Facilities: ভারতে প্রতিদিন কোটি কোটি যানবাহন রাস্তায় চলে। এর মধ্যে রয়েছে ডিজেল পেট্রোল সিএনজি এবং বৈদ্যুতিন গাড়ি। তবে এখনও দেশের রাস্তায় বেশিরভাগই পেট্রোল ও ডিজেল চালিত গাড়িই দেখা যায়। দেশের মানুষের বছরের একটা বড় অঙ্কের টাকা খরচ হয় পেট্রোল ডিজেল ভরানোর কারণে। তবে দেশে এমন কোনো রাস্তা নেই যেখানে পেট্রোল পাম্প (Petrol Pump Free Facilities) নেই, ফলে গাড়িতে বা বাইকে তেল ভরাতে খুবই সুবিধে হয়। দিনে একবার হলেও পেট্রোল পাম্পে যেতে হয় অনেককেই। শুধু কতটা পেট্রোল বা ডিজেল ভরাবেন তা বলে টাকা মিটিয়ে চলে আসেন আপনিও ? জানেন কি পেট্রোল পাম্পে গিয়ে আপনি বিনামূল্যেই বা অতিরিক্ত কোনো টাকা না দিয়েই এই তিন সুবিধে পেতে পারেন। এর জন্য পেট্রোল পাম্পের পক্ষ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। কী কী সেই সুবিধে ?
পেট্রোল পাম্পে বিনামূল্যে গাড়ি-বাইকের টায়ারে হাওয়া ভরানো যায়
আপনার গাড়ির টায়ারে হাওয়া কমে গেলে আপনাকে কোনো মেকানিকের কাছে ছুটতে হয় এবং তাঁকে কিছু টাকা মজুরিও দিতে হয় এর জন্য। কিন্তু পেট্রোল পাম্পে (Petrol Pump Free Facilities) গিয়ে আপনি যদি পেট্রোল বা ডিজেল ভরানোর পাশাপাশি টায়ারে হাওয়াও ভরিয়ে নেন, তাহলে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। এই সুবিধে বিনামূল্যেই দেশের সমস্ত পেট্রোল পাম্প দিয়ে থাকে। কিন্তু পাম্পের কোনো কর্মী এর জন্য টাকা চাইলে আপনি তার বিরুদ্ধে অভিযোগও করতে পারেন।
পানীয় জল ও টয়লেটের সুবিধে
প্রতিটি পেট্রোল পাম্পে পানীয় জলের সুবিধে (Petrol Pump Free Facilities) থাকে এবং টয়লেটও রাখা থাকে। গাড়ি বাইকে তেল ভরাতে এলে আপনি এই পানীয় জল বা টয়লেট ব্যবহার করতে পারেন, এর জন্য পাম্পের মালিক আপনাকে কিছুই বলবে না। যে কেউ এই টয়লেট অনায়াসেই ব্যবহার করতে পারেন, এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।
জরুরি ফোন করা যায়
আপনি বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন, আর আপনার ফোনের ব্যাটারি যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো পেট্রোল পাম্প থেকে বিনামূল্যে জরুরি ফোন করতে পারেন। প্রতিটি পেট্রোল পাম্পেই ল্যান্ডলাইন ফোন ইন্সটল করা থাকে যার সুবিধে নিতে পারেন আপনিও। কেউ এর জন্য আপনাকে আপত্তি জানাতে পারবেন না। আর এর জন্য কোনো টাকাও দিতে হবে না পাম্পকে।
আরও পড়ুন: Shahid Kapoor: নিজের বিলাসবহুল বাংলো ভাড়ায় দিলেন শাহিদ কপূর, ভাড়ার অঙ্ক শুনে চোখ কপালে নেটিজেনদের