India Post: পোস্ট অফিসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি স্কিম, এনএসসি (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ও অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা থাকলে আপনাকেও করতে হবে এই কাজ। সম্প্রতি এই বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় ডাক বিভাগ(India Post)।
Small Saving Scheme: কী বলা হয়েছে নতুন নির্দেশিকায় ?
ডাক বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক পোস্ট অফিস সময়মতো 'ডেথ ক্লেইম'-এর নিষ্পত্তি করছে না। এ ছাড়াও,এই ক্লেইম-এর প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করছে না কোম্পানি। এই পরিস্থিতিতে ডাক বিভাগ অবিলম্বে 'ডেথ ক্লেইম'-এর নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। ইন্ডিয়া পোস্ট বলেছে, এই জাতীয় যেকোনও মামলা সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে।
Post Office Scheme: ডেথ ক্লেইম-এর জন্য নির্দেশাবলী
১ গত ৯ জানুয়ারি পোস্ট অফিসের অধি দফতরগুলিতে জারি করা তথ্যে বলা হয়েছে,'ডেথ ক্লেইম'-এর মামলাগুলির সময়মতো নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা প্রয়োজন।
২ ডেথ ক্লেইম-এর জন্য কেওয়াইসি নথি থাকা বাধ্যতামূলক। পোস্ট অফিসগুলিকে অবশ্যই এটি যাচাই করতে হবে।
৩ কেওয়াইসি নথির অনুলিপিতেও সাক্ষীদের স্বাক্ষর প্রয়োজন। স্বাক্ষর না থাকলে সাক্ষীকে ডাকঘরে যেতে হবে।
৪ দাবিদারের স্বাক্ষর,ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য নথি জমা করারও প্রয়োজন রয়েছে।
৫ ডেথ ক্লেইম নিষ্পত্তির জন্য চাওয়া সমস্ত নথি সরবরাহ করা বাধ্যতামূলক, অন্যথায় টাকা বন্ধ হয়ে যেতে পারে।
৬ মনোনীত ব্যক্তির ক্ষেত্রে মাত্র এক দিনের মধ্যে এবং অন্য ক্ষেত্রে সাত দিনের মধ্যে মৃত্যু দাবি করা যেতে পারে।
Small Saving Scheme: আইনি কাগজপত্র দিতে হবে
যদি কোনও স্কিমে টাকার পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি হয়, সেই অ্যাকাউন্টে কোনও নমিনেশন না থাকলে আদালতের থেকে আইনি নথি দিতে হবে। তবে পরিমাণ পাঁচ লাখ টাকা হলে, তবে ডেথ ক্লেইম-এর জন্য কোনও আইনি নথি দেওয়ার প্রয়োজন নেই।
Small Savings Scheme: নতুন বছরে বেড়ে গিয়েছে সুদ । অনেক সরকারি স্কিমেই এখন আগের থেকে বেশি রিটার্ন পাবেন। ছেলেমেয়ের লেখাপড়া থেকে বিয়ে চিন্তা মিটবে এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে। এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে প্রায় দ্বিগুণ রিটার্ন পাবেন । বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে অনেক বিকল্প রয়েছে। সরাকরি -বেসরকারি বিনিয়োগ স্কিমের মধ্য়ে বেশিরভাগ মানুষ সরকারি প্রকল্পের ওপর আস্থা রাখেন। আপনি যদি আপনার সন্তানদের ভবিষ্যৎ উন্নত করার জন্য বিনিয়োগের বিকল্প খোঁজেন, তাহলে এখানে কিছু স্কিমের সম্পর্কে বলা রইল। আপনি এই স্কিমে বিনিয়োগ করে এখন আরও বেশি আয় করতে পারবেন।
আরও পড়ুন : Dream11 : ছুটির দিনে কর্মীদের 'বিরক্ত' করলে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা