Tax saving scheme: পোস্ট অফিসের এই স্কিমে রয়েছে একসঙ্গে তিন সুবিধা। সরকারি স্কিম হওয়ার সুবাদে আর্থিক নিরাপত্তার সঙ্গে রয়েছে নিশ্চিত ভাল রিটার্নের সুযোগ। আরও পাবেন আয়করে ছাড়ের বেনিফিট। জেনে নিন, কী বৈশিষ্ট্য় রয়েছে এই স্কিমে।
India Post: পোস্ট অফিস আপনাকে দেবে এই বিকল্প
ভারতীয় পোস্ট অফিস (India Post)বিনিয়োগকারীদের সঞ্চয়ের জন্য বিভিন্ন স্কিম অফার করে। পোস্ট অফিসের মাধ্যমে একটি স্বল্প সঞ্চয় প্রকল্পে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রোগ্রামগুলি গ্রাহকদের আমানতের উপর ভাল রিটার্ন পাওয়ার পাশাপাশি করের উপর সঞ্চয়ের সুযোগ দেয়। একজন করদাতা যদি এতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন, তাহলে ছাড়ের উপর ভিত্তি করে কর সংরক্ষণ করতে পারবেন তিনি।
Post Office Scheme: পোস্ট অফিসের এই উদ্যোগ আপনাকে আরও ট্যাক্স বাঁচাতে সাহায্য করবে এবং এটি ৭ শতাংশ রিটার্ন দেবে। এই পরিকল্পনাটি ৫ বছরে ম্যাচিওর্ড হবে। এই স্কিম আসলে বিভিন্ন মেয়াদের বিকল্প সহ একটি পোস্ট অফিস মেয়াদি আমানত।
Term deposits: মেয়াদি আমানতের জন্য সুদের হার
পোস্ট অফিসের মেয়াদি আমানতের ওপর নির্ভর করে ৬.৬ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদের হার দেওয়া হয়। পোস্ট অফিসের দেওয়া ১ বছরের মেয়াদি আমানতের সুদ ৬.৬ শতাংশ দুই ও তিন বছরের জন্য ৬.৮ ও ৬.৯ শতাংশ সুদ পাওয়া যায়। পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ সুদ পর্যন্ত সুদ দেওয়া হয় ।
India Post: কোন সময়কালে কর সংরক্ষণ ?
মেয়াদি আমানতের কথা চিন্তা করলে ১, ২, ৩ ও ৫ বছরের জন্য এই স্কিম করা যায়। এই পোস্ট অফিস মেয়াদের জন্য বেশ কিছু সুদের হারও দেওয়া হয়। পাঁচ বছরের মেয়াদি আমানতে কর সঞ্চয়ের সুবিধাও রয়েছে। ১৯৬১ সালের আয়কর আইনের ধারা ৮০ সি এর অধীনে কর ছাড় দেওয়া হয়েছে।
Tax saving scheme: কত ট্যাক্স সংরক্ষণ করা যাবে ?
১৯৬১ সালের আয়কর আইনের ধারা ৮০সি অনুসারে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর সঞ্চয়ের সুবিধা পাবেন আপনি। এটি একটি ভাল পছন্দের ট্যাক্স-সঞ্চয় বিকল্প হতে পারে। যা অনেকগুলি সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে পাবেন আপনি। মনে রাখবেন, এখানে কেবল, পাঁচ বছরের মেয়াদে করা বিনিয়োগই কর সঞ্চয়ের জন্য যোগ্য।
PAN-Aadhaar link: চলতি মাসেই শেষ করতে হবে এই ৫টি টাকা সম্পর্কিত কাজ, না হলে ভুগবেন