Public Provident Fund: পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হোল্ডারদের জন্য আসতে পারে সুখবর। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য PPF-এর সুদের হার বাড়াতে পারে সরকার। স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার নিয়ে পর্যালোচনা করতে চলেছে অর্থ মন্ত্রক। আজ ঘোষণা হতে পারে এই সুদের হার।


PPF Rate Hike: এপ্রিল ২০২০ থেকে পিপিএফ সুদের হারে কোনও বৃদ্ধি হয়নি। পিপিএফ বর্তমানে ৭.১ শতাংশ বার্ষিক সুদ পাচ্ছে। কিছুদিন আগেই  কেন্দ্রীয় সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ প্রায় সব ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে।


Public Provident Fund: অন্য প্রকল্পে সুদ বাড়লেও সুখবর দেয়নি পিপিএফ
এপ্রিল থেকে জুন পর্যন্ত সরকারি সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ১০ থেকে ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল। যেখানে এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৭০ শতাংশ করা হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। কিষাণ বিকাশ পত্র বর্তমানে বার্ষিক ৭.৫ শতাংশ সুদ পাচ্ছে । এর মেয়াদ ১২০ মাস থেকে কমিয়ে ১১৫ মাসে করা হয়েছে।


এই সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়ানো হলেও সরকার পিপিএফ-এর সুদের হার বাড়ায়নি। আরবিআই এক বছরে রেপো রেট ২.৫০ বাড়িয়েছে। এর পরে ব্যাঙ্কগুলি FD-তে সুদের হার বাড়িয়েছে। সেই সমতা বজায় রাখতে সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে পিপিএফ বিনিয়োগকারীরাও সুদের হার বৃদ্ধির আশা করছেন।


PPF Interest Rate: কত শতাংশ সুদ হওয়া উচিত
PPF-এর সুদের হার নির্ধারণের সূত্রটি ২০১৬ সালে জানিয়েছিল অর্থ মন্ত্রক।সেই অনুযায়ী ১০-বছরের বন্ড ইল্ডের (বন্ড ইল্ড) থেকে ২৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পিপিএফ-এ দেওয়া হয়। বর্তমানে বন্ডের ইল্ড ৭ দশমিক ৩ শতাংশ। এই সূত্রের ভিত্তিতে, পিপিএফ-এর সুদের হার ৭.৫৫ শতাংশ হওয়া উচিত।


সাধারণ শহুরে ও গ্রামীণ ভারতীয়রা নিরাপদ বিনিয়োগের স্থান হিসাবে পিপিএফ-এর মতো সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করে। স্টক মার্কেটের উত্থান-পতন থেকে দূরে থাকতেই এই স্কিমগুলিতে বিনিয়োগ করতে বিশ্বাস করে দেশবাসী। অনেকে কর বাঁচাতেও এই প্রকল্পে বিনিয়োগ করে। বর্তমানে পিপিএফ-এর জনপ্রিয়তা ধরে রাখতে সরকারের ওপর সুদের হার বাড়ানোর চাপ রয়েছে।


আরও পড়ুন : HDFC-HDFC Bank Merger: একত্রীকরণের পর আমেরিকা, চিনকে টেক্কা ! বিশ্বের সেরা মূল্যবান ব্যাঙ্কের তালিকায় HDFC