UCO Bank Penalty: ব্যাঙ্কিং সেক্টরের নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ইউকো ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করেছে। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইন লঙ্ঘনের অপরাধে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করেছে। ইউকো ব্যাঙ্কে (UCO Bank Penalty) এখন ২৬ কোটি ৮ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা (RBI Penalty) দিতে হবে। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে এই জরিমানা ধার্য করার সিদ্ধান্ত জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ২৬ অগাস্ট ২০২৪ তারিখের বিজ্ঞপ্তিতে, ব্যাঙ্কিং রেগুলেটর সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্কের উপর ২৬ কোটি ৮ লক্ষ ৩০ হাজার টাকা আরোপ করেছে। ইউকো ব্যাঙ্ক ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ২৬এ ধারা লঙ্ঘন করার অপরাধে এই জরিমানা ধার্য করা হয়েছে। এও জানা গিয়েছে ইউকো ব্যাঙ্ক (UCO Bank Penalty) অগ্রিম সুদের হার, কারেন্ট অ্যাকাউন্ট পরিচালনা, ডিপোজিটে সুদের হার, ফ্রড ক্লাসিফিকেশন, বাণিজ্যিক ব্যাঙ্কের সঙ্গে লেনদেন ইত্যাদি কাজে নিয়মবিধি ভঙ্গ করেছে। আর তাই বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউকো ব্যাঙ্কের বিরুদ্ধে।
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এই সুপারভাইজরি তদন্ত চালানোর পর ব্যাঙ্কের কাছেও একটি নোটিশ পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে কেন সেই প্রতিষ্ঠানের উপর সবথেকে বেশি জরিমানা ধার্য করা হয়নি। এই নোটিশের উত্তর দেওয়ার পরেই অর্থমূল্যের জরিমানা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক।
তদন্তে রিজার্ভ ব্যাঙ্ক খুঁজে পেয়েছে যে, পার্সোনাল রিটেল লোনের ফ্লোটিং রেট ও এমএসএমই সংস্থাকে দেওয়া লোনের ফ্লোটিং রেট বজায় রাখতে বেঞ্চমার্কের সঙ্গে পাল্লা দিতে পারেনি। ৫ কোটি টাকারও বেশি এক্সপোজার নিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে এই ব্যাঙ্কে। অযোগ্য ব্যক্তিদের নামে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়েছে। এক্সপায়ারির তিন মাসের মধ্যে ডিপোজিটরের এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে কিছু আনক্লেমড ফিক্সড ডিপোজিটের (UCO Bank Penalty) টাকা স্থানান্তরে দেরি করেছে ইউকো ব্যাঙ্ক। ১০ বছর ধরে এই টাকা আনক্লেমড ছিল। এনফোর্সমেন্ট এজেন্সির কাছে জালিয়াতির ঘটনা রিপোর্ট না করাও এই অপরাধ সমূহের মধ্যে একটি।
আরও পড়ুন: Unified Pension Scheme: ২০ হাজার পেনশন ? নতুন স্কিমে পেনশনভোগীর মৃত্যু হলে কত টাকা পাবে পরিবার ?