Stock Market: এটি একটি রিয়েলটি সেক্টরের স্টক। আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার সংস্থার এই স্টকেই বিগত ৪ বছরে দুর্ধর্ষ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আর অল্প সময়ের মধ্যেই এটি একটি মাল্টিব্যাগার স্টকে (Multibagger Stock) পরিণত হয়েছে। আজ থেকে ৪ বছর আগে এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করা থাকলে আজকের দিনে সেই বিনিয়োগের (Stock Market) মূল্য দাঁড়াত ৩০ লাখ টাকা। ৪ বছর আগে এই শেয়ারের দাম ছিল ১৭.২৫ টাকা আর আজ এই শেয়ার ৫১৬ টাকায় ট্রেড করছে বাজারে।


দারুণ হারে বাড়ছে এই সংস্থার শেয়ার


গতকাল আরডিবির শেয়ারের দাম বম্বে স্টক এক্সচেঞ্জে ৫২৯ টাকায় খুলেছিল এবং তারপরে দ্রুত লাফিয়ে তা ৫৪৫.৭৫ টাকার সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ৫ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম। সংস্থার আইপিওর যে আপার প্রাইসব্যান্ড ছিল, এবার সেই দামেই ট্রেড করছে এই শেয়ার। যদিও গতকাল বাজার বন্ধের সময় আরডিবি রিয়েলটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারের দাম দিনের সর্বনিম্ন দাম ৫১৬.০৫ টাকায় নেমে আসে।


শেয়ার স্প্লিটের ঘোষণা করেছে এই সংস্থা


এই মাসের শুরুতেই আরডিবি রিয়েলটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সংস্থার পক্ষ থেকে ১:১০ অনুপাতে শেয়ার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ ১০ টাকা ফেসভ্যালুর একটি ইকুইটি শেয়ারকে ১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ারে ভাগ করা হবে। এর মাধ্যমে সংস্থার উদ্দেশ্য ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য অনুপ্রাণিত করা যাতে কম দামে এই শেয়ার পাওয়া যায় এবং শেয়ারের লিকুইডিটি বাড়ানো।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Work From Home: ওয়ার্ক ফ্রম হোমের নামে ৫৭ লাখ খোয়ালেন যুবক, এই ৩ ভুল আপনিও করছেন না তো ?