Upcoming Cars: বদলে যাবে এসইউভির ভাষা। আগামী দিনে দুরন্ত ডিজাইনের ৭ আসনের ডাস্টার আনতে চলেছে রেনোঁ। ফরাসি এই গাড়ি প্রস্তুতকারক কোম্পানি নিয়ে আগ্রহ বাড়ছে ভারতে।


New Renault Duster: নতুন করে তৈরি হচ্ছে রেনোঁ, নিসান  
অতীতেও ডাস্টারের বড় উঁচু প্লাটফর্ম দেখে ভারত। প্রথমে এসইউভি হিসাবে নাম করলেও পরে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ে রেনোঁ ডাস্টার। যদিও বিগতে কয়েক বছরে নিসান ম্যাগনাইট ও রেনোঁ কাইগার এনে ভারতের এসইউভি বাজারে ফের ছাপ ফেলেছে এই দুই ফরাসি কোম্পানি।




New Renault Duster: অটো ব্লগারদের খবর বলছে, নতুন বিনিয়োগ নিয়ে ফের ভারতের বাজার ধরতে চাইছে এই দুই কোম্পানি। ২০২৫ সালের মধ্য়েই ভারতের বাজারে নতুন বেশকিছু মডেল নিয়ে আসবে রেনোঁ ও নিশান। প্রথমে ভাল চললেও বর্তমানে ভারতে  ডাস্টার বন্ধ করে দিয়েছে রেনোঁ। তবে ম্যাগনাইট ভাল বাজার করায় এবার ডাস্টারের নতুন সংস্করণ ভারতে আনার কথা ভাবছে রেনোঁ।


Upcoming Cars: কী থাকবে নতুন ডাস্টারে ? 
অটো সাইটগুলির খবর বলছে, এটি একটি সম্পূর্ণ নতুন মডেল হবে, যা স্পষ্টতই একটি নিসান সংস্করণও তৈরি করবে। শোনা যাচ্ছে, ভারতে অনেকগুলি এসইউভি আনার পরিকল্পনা করছে দুই কোম্পানি।  নতুন ডাস্টারটি একটি দীর্ঘ 7-সিটার সংস্করণও পাবে। হাইব্রিড পাওয়ার সহ একটি স্ট্যান্ডার্ড পেট্রোল সংস্করণ ছাড়াও  EV মডেল পাওয়া যাবে ডাস্টারের। তবে নতুন ডাস্টার এলেও রেনোঁ তার গ্লোবাল সিবিইউ রেঞ্জের অন্যান্য পণ্যের দিকে নজর দেবে।  ২০২৫ সাল নাগাদ SUV সেগমেন্টটি সম্পূর্ণ EV প্লাটফর্মের দিকে ঝুঁকবে বলে খবর। 


Mahindra Rall-E SUV: গত বছরই অগাস্টে ব্রিটেনে নতুন ইলেকট্রিক কনসেপ্ট SUV চালু করেছিল মহিন্দ্রা।  বর্তমানে হায়দরাবাদে ভারতের প্রথম ফর্মুলা ই রেস উপলক্ষে এই ইলেকট্রিক SUV গাড়ি লঞ্চ করেছে কোম্পানি। এই ফর্মুলা ই রেস ইভেন্টে M9 ইলেক্ট্রো রেস কার ব্যবহার করবে মহিন্দ্রা। এর সঙ্গে কোম্পানি একটি কনসেপ্ট ইলেকট্রিক কার Rall-E ও প্রকাশ্য়ে এনেছে।


Mahindra Rall-E SUV: টাটাকেও টক্কর দিতে পারে মহিন্দ্রার এই  ইলেকট্রিক SUV
এই গাড়ি কোম্পানির কনসেপ্ট ইলেকট্রিক SUV BE.05 এর একটি বড় ও স্পোর্টিয়ার সংস্করণ। নতুন Mahindra BE Rall-E ইলেকট্রিক SUV-কে ORVM-এর জন্য একটি চকচকে হলুদ স্কিমে পিয়ানো ব্ল্যাক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক SUV একটি নতুন ডিজাইন করা বাম্পার ও বড় হুইল আর্চ পায়। সামনের দিকে একটি স্প্লিট হেডল্যাম্প সেটআপ রয়েছে গাড়িতে।


EPFO: পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেনি কোম্পানি? আপনার রয়েছে এই অধিকার


 


Car loan Information:

Calculate Car Loan EMI