Layoff News: প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls-Royce Layoffs)।  সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কোম্পানি বড় ছাঁটাই করতে পারে। যাতে কাজ হারাবেন হাজার হাজার কর্মী।


Rolls-Royce Layoffs: কত হাজার কর্মীর চাকরি যাবে
টাইমস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের জন্য  বিলাসবহুল গাড়ি নির্মাতা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা। রিপোর্ট বলছে, সংস্থা বিশ্বব্যাপী ৩০০০ কর্মী ছাঁটাই করার কথা স্থির করেছে। মূলত বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজ আরও  উন্নত করতেই এই ছাঁটাই করা হবে। 


Layoff News: বেশ কয়েকটি বিভাগকে একসঙ্গে করার পরিকল্পনা
 টাইমস-এর রিপোর্ট বলছে, নতুন পরিকল্পনার অংশ হিসাবে কোম্পানি রোলস-রয়েসের প্রতিটি সিভিল এরোস্পেস, প্রতিরক্ষা ও পাওয়ার সিস্টেম বিভাগের অ-উৎপাদক বিভাগগুলিকে একীভূত করতে পারে। ব্লুমবার্গকে রোলস-রয়েসের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থা আগামী দিনে বেশকিছু পরিবর্তন করতে চলেছে। এর মাধ্যমে কোম্পানি তার লক্ষ্যে আরও এগিয়ে যেতে চাইছ। 


Rolls-Royce Layoffs: ছাঁটাইয়ের ফলে প্রধান কার্যালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে
ব্লুমবার্গ রিপোর্ট অবশ্য রোলস-রয়েস জানিয়েছে,  কর্মীদের ওপর কোনও সম্ভাব্য প্রভাবের বিষয়ে কোম্পানি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকী কোনও সুপারিশও করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে,রোলস রয়েসে ছাঁটাই হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কোম্পানির সদর দফতরে। কারণ এর বেশিরভাগ কর্মী ব্যাক-অফিসের কাজ করেন।


বিশ্বব্যাপী ছাঁটাই অভিযান শুরু করেছে বড় কোম্পানিগুলি
এটা লক্ষণীয় যে, অনেক বড় কোম্পানি বিশ্বব্যাপী ছাঁটাই শুরু করেছে। এর মধ্যে মেটা, অ্যামাজন, টুইটার, মাইক্রোসফট ছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে। সম্প্রতি আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কও ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।


ফের বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা ফেসবুকের মূল সংস্থা মেটাতে। সেই ছাঁটাইয়ের ধাক্কা এসে পড়েছে ভারতেও। এমনটাই খবর সংবাদ সংস্থা IANS-এর। ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছে ফেসবুকের অতি উচ্চপদস্থ বেশ কিছু কর্মীও। 


রিপোর্ট জানাচ্ছে, ভারতে মেটার ডিরেক্টর অফ মার্কেটিং অবিনাশ পন্থ, মিডিয়া পার্টনারশিপের ডিরেক্টর সাকেত ঝা, ডিরেক্টর (লিগাল) অমৃতা মুখোপাধ্যায়- এঁরা ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। সূত্রের খবর, বিশ্বজুড়ে যে তৃতীয় ছাঁটাই শুরু করেছে মেটা। তাতে মার্কেটিং, অ্য়াডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স-সহ আরও একাধিক দফতর থেকে ছাঁটাই করা হচ্ছে। আগের ছাঁটাইয়েও এমনভাবেই সব দফতর থেকেই ছাঁটাই করা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য রাখেনি মেটা। 


আরও পড়ুন : Post Office Scheme: এই পোস্ট অফিস স্কিমে আরও তাড়াতাড়ি দ্বিগুণ হবে টাকা, জেনে নিন কীভাবে


Car loan Information:

Calculate Car Loan EMI