SBI Hikes FD Rates: স্থায়ী আমানতে আরও সুদের হার বাড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন ঘোষণা অনুযায়ী, ২ কোটি টাকার বেশি ডিপোজিটে FD-তে সুদের হার ২০ থেকে ৪০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এই সুদের হারের পরিবর্তন ১০ মার্চ ২০২২ থেকে কার্যকর করেছে ব্যাঙ্ক।
SBI ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক ২ কোটি টাকার উপরে FD-র পরিমাণে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২১১ দিনের বেশি ও এক বছরের কম সময়ের FD-তে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এখন ৩.১০ শতাংশের পরিবর্তে, এই সময়ে FD-র সুদের হার হবে ৩.৩০ শতাংশ। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা এফডি-তে ৩.৮০ শতাংশ সুদ পাবেন, যা আগে ছিল ৩.৬০ শতাংশ।
SBI FD Rates: পাশাপাশি এক বছর থেকে 10 বছরের মধ্যে FD-র সুদের হার ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে এই নির্দিষ্ট সময়ের জন্য এফডিতে ৩.১০ শতাংশ সুদ পাওয়া যেত। এখন সেখানে ৩.৬০ শতাংশ সুদ পাবেন আমানতকারী। যেখানে প্রবীণ নাগরিকরা ৩.৬০ শতাংশের পরিবর্তে ৪.১০ শতাংশ সুদ পাবেন। নতুন সুদের হার নতুন FD-র সাথে ম্যাচিওর্ড FD-র পুনর্নবীকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
SBI Hikes FD Rates: SBI ওয়েবসাইট অনুসারে, ২ বছর থেকে ৩ বছর মেয়াদী FD-তে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ৩ থেকে ৫ বছরের মেয়াদকালে FD-র সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এখন এই নির্দিষ্ট মেয়াদে ৫.৪৫ শতাংশ সুদ পাওয়া যাবে। পাশাপাশি ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের FD-তে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এখন এই নির্দিষ্ট মেয়াদে সুদের হার ৫.৫০ শতাংশ পাবেন আমানতকারী।
আরও পড়ুন: LIC Policy ALert: প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন ? এই নামে কোনও পলিসি নেই LIC-র